রাজ কুমার, আলিপুরদুয়ার: সংরক্ষিত বনাঞ্চলে ঢুকতে মাথাপিছু, গাড়িপিছু টাকা গুনতে হয় পর্যটকদের। যা শোনার পরই রেগে কাঁই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার আলিপুরদুয়ারের প্রশাসনিক বৈঠক থেকে তিনি সাফ জানালেন, ডুয়ার্সের সংরক্ষিত বনাঞ্চলে পর্যটকদের থেকে কোনও বাড়তি টাকা নেওয়া যাবে না। একইসঙ্গে বনদপ্তরকে নিশানা করে মমতার প্রশ্ন, “বনদপ্তর কি গর্ভমেন্টের বাইরে নাকি?”
রাজাভাতখাওয়ার জঙ্গলে ঢুকতে পর্যটকদের খরচের প্রসঙ্গ ওঠে ডুয়ার্সের প্রশাসনিক বৈঠকে। মুখ্যমন্ত্রীর সামনে বিধায়ক সুমন কাঞ্জিলাল অভিযোগ করেন, “রাজাভাতখাওয়ায় পর্যটকদের গাড়ি নিয়ে ঢুকতে অনেক টাকা দিতে হয়। মাথাপিছু ও গাড়িপিছু আড়াই হাজার টাকা।” সঙ্গে সঙ্গে মমতা প্রশ্ন করেন, “কেন টাকা দিতে হয়? কার অনুমতিতে টাকা নেওয়া হয়? কে ঠিক করেছে?” জবাবে বনদপ্তরের এক কর্তা জানান, “মাথাপিছু এবং গাড়ির এন্ট্রি ফি- দুই থেকে আড়াই হাজার টাকা! চিফ ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন ঠিক করেছেন। একটি তালিকা রয়েছে, যেখানে কোন জায়গার কত এন্ট্রি ফি লেখা আছে।”
এরপরই ‘ক্ষুব্ধ’ মমতা বলেন, “বাড়তি টাকা কেন দিতে হবে পর্যটকদের? বনদপ্তর কি গর্ভমেন্টের বাইরে। তারা বিষয়টা জানাবে না?” এরপরই তাঁর ঘোষণা, “এই বলে দিলাম, পর্যটকদের থেকে কোনও বাড়তি টাকা নেওয়া যাবে না।”