দিনভর নিখোঁজ থাকার পর চা বাগানে মিলল তরুণীর দেহ, ধর্ষণের পর খুন?
প্রতিদিন | ২২ জানুয়ারি ২০২৫
রাজ কুমার, আলিপুরদুয়ার: মঙ্গলবার দিনভর নিখোঁজ থাকার পর গভীর রাতে আলিপুরদুয়ারের দলসিংপাড়া চা বাগানে উদ্ধার তরুণীর দেহ। পরিবারের অভিযোগ তাঁকে ধর্ষণ করে খুন করা হয়েছে। পরিবার ও স্থানীয়দের দাবি ঘটনায় তিন থেকে চারজন যুক্ত। পুলিশ মৃতার প্রেমিককে গ্রেপ্তার করেছে। ঘটনার সঙ্গে যুক্ত বাকিদের গ্রেপ্তারের দাবিতে ভুটানগামী সড়ক অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের। এলাকায় মোতায়েন পুলিশ বাহিনী। প্রবল উত্তেজনা এলাকায়।
পরিবার সূত্রে জানা গিয়েছে, দলসিংপাড়া চা বাগান এলাকার বাসিন্দা ২২ বছরের তরুণী নিখোঁজ হয়ে যান। সকাল ১১টা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে যান। বিকাল পেরিয়ে যাওয়ার পরও তিনি বাড়িতে ফিরে না এলে খোঁজাখুজি শুরু করেন পরিবারের সদস্যরা। বিস্তর খোঁজাখুজির পর গভীর রাতে চা বাগানে তরুণীর দেহ উদ্ধার হয়। খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পরিবার অভিযোগ করতে থাকে যুবতীকে ধর্ষণ করে খুন করেছে। সকালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভ দেখান স্থানীয়রা। ঘটনার তদন্তে নেমে ওই তরুণীর প্রেমিক বাবলু তেলিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনায় আরও কয়েকজনের যুক্ত থাকার অভিযোগে ভুটানগামী সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা।
স্থানীয় এক বাসিন্দা বলেন, “সকাল থেকে মেয়ে নিখোঁজ ছিল। রাতে চা বাগানে দেহ দেখতে পাওয়া যায়। ওকে তিন-চারজন মিলে গলা টিপে খুন করেছে। একজন গ্রেপ্তার হয়েছে। বাকিদেরও গ্রেপ্তার করে কঠোরতম শাস্তি দিতে হবে। তা না হলে আমরা প্রতিবাদ চালিয়ে যাব।” পুলিশ দেহ ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট আসার পরই মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে পুলিশ সূত্রে খবর।