চিনা নববর্ষের প্রাক্কালে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক উন্নতির বার্তা রাষ্ট্রদূতের
প্রতিদিন | ২২ জানুয়ারি ২০২৫
অর্ণব আইচ: আগামী ২৯ জানুয়ারি থেকে শুরু হচ্ছে চিনের নববর্ষ। সেই উপলক্ষে কলকাতার এক অনুষ্ঠান থেকে বার্তা দিলেন চিনের কার্যনির্বাহী কনসাল জেনারেল কিন ইয়াং। ভারত ও চিন দুই দেশের কূটনৈতিক সুসম্পর্কের বার্তা দিলেন তিনি। পাশাপাশি, চিনা রাষ্ট্রদূত জু উইয়ের পক্ষ থেকে সকলকে চিনা নববর্ষ শুভেচ্ছা জানান ইয়াং। পাশাপাশি মনে করিয়ে দিলেন, চলতি বছর ভারত ও চিনের কূটনৈতিক সম্পর্কের ৭৫ তম বর্ষ পালিত হতে চলেছে।
২০২৪ সাল চিনের জন্য কতখানি সৌভাগ্যের ছিল সে কথা তুলে ধরে চিনা রাষ্ট্রদূত জানান, ‘গত বছর আধুনিকরণ, বাণিজ্য, অর্থনৈতিক উন্নতি সংস্কারের পথে অনেকখানি এগিয়ে গিয়েছে চিন।’ তাঁর বার্তা, ‘বহু বাধা পেরিয়ে চিনের বার্ষিক জিডিপি ১৩৫ ট্রিলিয়ন ইউয়ান ছুঁয়ে ফেলেছে। অর্থাৎ চলতি বছরে ৫ শতাংশ আর্থিক উন্নতি হয়েছে। খেলাধুলো, বাণিজ্য থেকে বিজ্ঞান সর্বত্র আমরা নজির গড়েছি। আগামী বছর এই উন্নতির ধারা বজায় রাখতে আমরা বদ্ধপরিকর।’
শুধু তাই নয়, ভারত ও চিনের কূটনৈতিক সম্পর্কের জন্যও ২০২৪ সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল বলে জানান ইয়াং। তিনি বলেন, ‘গত বছর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন প্রেসিডেন্ট শি জিনপিং। অর্থনৈতিক ও বাণিজ্য ক্ষেত্রে দুই দেশের সম্পর্ক ফের নতুন পথে হাঁটতে শুরু করেছে। রবীন্দ্রনাথ ঠাকুরের চিন সফরের ১০০ বছর পালন করেছি যৌথভাবে।’
একইসঙ্গে তিনি মনে করিয়ে দেন, ২০২৫ সাল ভারত ও চিনের কূটনৈতিক সম্পর্কের ৭৫ তম বছর। এই প্রসঙ্গে রাষ্ট্রদূতের বার্তা, আসুন আমরা উন্নত দুই দেশের উন্নত ভবিষ্যতের লক্ষ্যে হাতে হাত রেখে পথ চলি। কূটনৈতিক ক্ষেত্রে ঐক্যমতের ভিত্তিতে বিশ্বের সামনে ভারত ও চিনের সুসম্পর্কের দৃষ্টান্ত তুলে ধরি।