• মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে ভাঙচুরের অভিযোগ, গ্রেপ্তার যুবক
    এই সময় | ২২ জানুয়ারি ২০২৫
  • রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে হামলার অভিযোগ। বুধবার বিকেলে আসানসোলে মলয় ঘটকের বাড়িতে এক যুবক ভাঙচুর চালান বলে জানা গিয়েছে। ইতিমধ্যে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে মন্ত্রীর বাড়িতে একজন বহিরাগত যুবক কী ভাবে হামলা করলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। 

    জানা গিয়েছে, মন্ত্রীর বাড়ির একতলায় বসার ঘরের টেবিলের কাঁচ বড় পাথর দিয়ে ভেঙে ফেলেন ধৃত ওই যুবক। যদিও বহিরাগত ওই যুবক পালাতে সক্ষম হয়নি। মন্ত্রীর বাড়ির নিরাপত্তারক্ষীরাই তাঁকে ধরে ফেলেন। খবর পেয়েই ঘটনাস্থলে যায় আসানসোল দক্ষিণ থানার পুলিশ। ওই যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

    পুলিশ জানিয়েছে, বিকেল ৪.৩৫ নাগাদ হঠাৎ একটি ছেলে যে অফিস ঘর আছে, সেখানে ঢুকে একটি টেবিলের উপর ইট ছুড়ে মারে। ঘটনার সময় মন্ত্রী মলয় ঘটক তাঁর বাড়িতে ছিলেন না। তিনি এই মুহূর্তে কলকাতায় রয়েছেন। তবে যে ঘরের মধ্যে হামলার ঘটনা ঘটেছে, তার উপরের তলায় ছিলেন মন্ত্রী পত্নী সুদেষ্ণা ঘটক। স্বাভাবিকভাবেই তিনি আতঙ্কিত হয়ে পড়েন।

    জানা গিয়েছে, ধৃত যুবকের নাম ভিক্কি কেউড়া। আসানসোল পুরনিগমের ৫৪ নং ওয়ার্ডের কুমারপুরের কাছে থাকেন ওই যুবক। ঠিক কী কারণে যুবক মন্ত্রীর বাড়ির ঢুকে হামলা চালিয়েছে, তা পুলিশ জেরা করে জানার চেষ্টা করছে। বাড়িতে হামলার ঘটনা কলকাতায় থাকা মন্ত্রীকে জানানো হয়েছে বলে জানা গিয়েছে।  ঘটনার খবর পেয়ে প্রথমে পুলিশ বাহিনী নিয়ে মন্ত্রীর বাড়িতে আসেন আসানসোল দক্ষিণ থানার ইন্সপেক্টর ইনচার্জ কৌশিক কুণ্ডু। পরে আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসিপি (সেন্ট্রাল) ধ্রুব দাস ও এসিপি (সেন্ট্রাল) বিশ্বজিৎ নস্কর মন্ত্রীর বাড়িতে যান। 



    রাজ্যের একজন ক্যাবিনেট মন্ত্রীর বাড়িতে হামলার ঘটনার পরে স্বাভাবিক ভাবেই নিরাপত্তা ব্যবস্থা বড়সড় প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে। ডিসিপি ধ্রুব দাস বলেন, ‘আমার মন্ত্রীর বাড়ির নিরাপত্তার ব্যবস্থাপনা পুনরায় রিভিউ করব। বিষয়টি খতিয়ে দেখা হবে।’

  • Link to this news (এই সময়)