আবারও মালদায় খুন, ফের শিরোনামে ইংরেজবাজার থানা এলাকা। এ বার ভাড়া নিয়ে টোটো চালকের সঙ্গে যাত্রীদের বিবাদ। অভিযোগ, তার জেরেই খুন হতে হলো টোটো চালককে। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে ইংরেজবাজার থানা এলাকার বেলবাড়ি ঘাট এলাকায়। নিহতের নাম কাজল ঘোষ। বয়স ৬০ বছর। রামকেলির বারোদুয়ারি এলাকার বাসিন্দা ছিলেন তিনি। ইংলিশবাজার থানা এলাকায় গত ২রা জানুয়ারি প্রকাশ্যে গুলি করে খুন করা হয় তৃণমূল নেতা দুলাল সরকারকে। তিন সপ্তাহের মধ্যে ফের প্রকাশ্যে খুন। এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কাজল ঘোষের পরিবারের দাবি, মঙ্গলবার রাতে টোটো নিয়ে মহদিপুর সংলগ্ন বেলবাড়ি ঘাট এলাকায় গিয়েছিলেন তিনি। ভাড়া চাওয়ায় যাত্রীদের সঙ্গে সেখানেই বিবাদ হয়। অভিযোগ, ভাড়া দিতে অস্বীকার করেন ওই যাত্রীরা। যাত্রীরা মদ্যপ অবস্থায় ছিলেন বলেও অভিযোগ।
হইচই শুনে এলাকার লোকজন ছুটে আসেন। মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় কিশোরের। ইংলিশবাজার থানার আইসি সঞ্জয় ঘোষ জানান, এই ঘটনায় একজন গ্রেপ্তার হয়েছেন। বাকিদের খোঁজ চলছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।