হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড রুটের মেট্রো যাত্রীদের জন্য সুখবর। বৃহস্পতিবার থেকে গ্রিন লাইন-২ রুটে মেট্রো পরিষেবা ফের স্বাভাবিক ছন্দে ফিরছে। পাশাপাশি অফিস টাইমে দুটি মেট্রোর মধ্যে সময়ের ব্যবধানও কমবে বলে জানানো হয়েছে।
এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান রুটে পূর্বমুখী সুড়ঙ্গ এবং পশ্চিমমুখী সুড়ঙ্গ দিয়ে উভয় দিকেই মেট্রো চলাচল করে। সম্প্রতি কাজের জন্য পশ্চিমমুখী সুড়ঙ্গের সম্পূর্ণ পথে মেট্রো চলছিল না। এত দিন হাওড়া ময়দান এবং এসপ্ল্যানেডের মধ্যে ১১৪টি পরিষেবা চলছিল। বৃহস্পতিবার থেকে সেই সংখ্যা বাড়িয়ে করা হচ্ছে ১৩০টি।
অন্যদিকে দুটি মেট্রো পরিষেবার মধ্যে সময়ের ব্যবধান কমানো হচ্ছে অফিস যাত্রীদের কথা মাথায় রেখে। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, সোম থেকে শনিবার পর্যন্ত ব্যস্ত সময়ে (সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত এবং বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত) দুটি মেট্রো পরিষেবার মধ্যে সময়ের ব্যবধান থাকবে ১২ মিনিট। বাকি সময়ে দুটি মেট্রোর মধ্যে সময়ের ব্যবধান থাকবে ১৫ মিনিট। এত দিন ওই লাইনে ২০ এবং ২৪ মিনিটের ব্যবধানে মেট্রো চলছিল। স্বাভাবিকভাবেই অফিস যাত্রীদের অনেকটাই সুবিধা হলো বলেই মনে করা হচ্ছে।
রবিবারও ওই লাইনে মেট্রোর সংখ্যা বাড়ানো হচ্ছে। গ্রিন লাইন-২তে এত দিন রবিবার মোট ৪৬টি মেট্রো ছিল। সেই সংখ্যা বাড়িয়ে করা হচ্ছে ৬২টি। রবিবার প্রথম মেট্রো দুপুর ২.৪৫ মিনিট, শেষ মাত্র রাত ৯.৪৫ মিনিট। রবিবার সারাদিনে ১৫ মিনিট অন্তর মেট্রো চলবে।