আজকাল ওয়েবডেস্ক: মালদায় আবারও খুন। ভাড়া নিয়ে গন্ডগোলের জেরে পুলিশ ফাঁড়ির অদূরেই টোটোচালককে হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে মালদার ইংলিশবাজার থানার বেলবাড়ি ঘাট এলাকায়। জানা গেছে মৃত টোটোচালকের নাম কাজল ঘোষ। বাড়ি রামকেলির বারোদুয়ারি এলাকায়। জানা গেছে মঙ্গলবার রাতে বেলবাড়ি ঘাট শ্মশানে কাজল ঘোষ তাঁর টোটোয় যাত্রীদের নিয়ে যাচ্ছিল। অভিযোগ যাত্রী নামানোর পর টোটোচালক ভাড়া চাওয়ায় দিতে অস্বীকার করে দুই যাত্রী। অভিযোগ, দুই যাত্রী শ্যামল মণ্ডল ও বিমল মণ্ডল মদ্যপ ছিলেন। গন্ডগোল শুরু হওয়ার পর আচমকা দুই যাত্রী ধারালো হাঁসুয়া দিয়ে এলোপাথারি কোপ মারে ওই টোটোচালককে। রক্তাক্ত অবস্থায় টোটোচালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি।
এই ঘটনায় শ্যামল মণ্ডল, বিমল মণ্ডল সহ বেশ কয়েকজনের নামে ইংলিশবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
প্রসঙ্গত, চলতি মাসের ২ তারিখ ইংলিশবাজার থানা এলাকায় তৃণমূল কাউন্সিলর খুন হয়েছিলেন। তারপর মালদার কালিয়াচকে আরও এক তৃণমূল কর্মী খুন হয়। এরপর মঙ্গলবার রাতে ইংলিশবাজারে টোটোচালক খুন হলেন।