রুপোর পর ব্রোঞ্জ, উপহার হিসেবে কাজল শেখ পেলেন বিশ কেজির সিংহ মুকুট
আজকাল | ২৩ জানুয়ারি ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: নানুরের বাসাপারা মিলন মেলার অনুষ্ঠানে ৫ কেজি ওজনের রুপোর মুকুট উপহার পাওয়ার পর এবার কাজল শেখকে উপহার হিসেবে দেওয়া হল ২০ কেজি ওজনের ব্রোঞ্জের সিংহ সহ মুকুট। শনিবার, নানুরের খুজুটিপাড়ায় চন্ডীদাস মহাবিদ্যালয়ের বাৎসরিক অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের পক্ষ থেকে বীরভূম জেলা পরিষদের সভাধিপতিকে এই উপহার প্রদান করা হয়েছে বলে জানা গিয়েছে।
উপহার পেয়ে কাজল শেখ বেশ উচ্ছ্বসিত। তিনি বললেন, ‘বীরভূম জেলার বুকে কোথাও অন্যায় বা অত্যাচার হলে আমি সিংহের মতো ঝাঁপিয়ে পড়ব। এই উপহার শুধু আমার প্রতি সম্মান নয়, বরং দায়িত্বের প্রতি আরও সচেতন করে তুলবে।‘
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় তৃণমূল নেতৃত্বসহ বিশিষ্ট ব্যক্তিরা। সভাধিপতিকে দেওয়া এই বিশেষ উপহারকে কেন্দ্র করে অনুষ্ঠানে বাড়তি উন্মাদনা দেখা যায়। ছাত্র পরিষদের এই উদ্যোগকে অনেকেই প্রশংসা করেছেন।
উল্লেখ্য, সোমবার, ১৩ জানুয়ারি ইলামবাজারের জয়দেবে মকর সংক্রান্তি উপলক্ষে জয়দেব কেন্দুলী মেলার উদ্বোধনী অনুষ্ঠান শেষে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের পায়ে হাত দিয়ে প্রণাম করতে দেখা যায় বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখকে। অনুব্রত ও কাজলের মধ্যে দ্বন্দ্ব দীর্ঘদিন ধরেই সামনে আসলেও এবার সম্পূর্ণ উল্টো ছবি দেখা গিয়েছে।