• শনিতেই কাজ শুরু বারাসত উড়ালপুলে, বিকল্প রাস্তা কী কী? রুট ম্যাপ দিল পুলিশ
    এই সময় | ২৩ জানুয়ারি ২০২৫
  • শনিবার ২৫ জানুয়ারি রাত থেকে সংস্কারের কাজ শুরু হচ্ছে বারাসত উড়ালপুলে। ২৫ জানুয়ারি থেকেই প্রতি সপ্তাহে শনিবার রাত ১টা থেকে সোমবার ভোর রাত ৩টে পর্যন্ত সম্পূর্ণ যান চলাচল বন্ধ থাকবে এই উড়ালপুল দিয়ে। সোমবার ভোর তিনটে থেকে শনিবার রাত ১টা পর্যন্ত শুধুমাত্র দু’চাকা ও চার চাকা গাড়ি চলবে। মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকের সময়ে এই নিয়ম কিছুটা শিথিল করা হবে বলে জানিয়েছেন বারাসত পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার স্পর্শ নিলাঙ্গী।

    কোন কোন পথে ঘুরবে গাড়ি? 



    ২৫ জানুয়ারি থেকে টানা ২০ সপ্তাহ পণ্যবাহী ট্রাক চলাচলের ক্ষেত্রে জাতীয় সড়ক ধরে আসা গাড়িগুলিকে কল্যাণী এক্সপ্রেসওয়েমুখী করে দেওয়া হবে। যশোর রোড ধরে যেতে চাওয়া গাড়িগুলির ক্ষেত্রেও আওয়ালসিদ্ধি সন্তোষপুর হয়ে ঘুরিয়ে দেওয়ার কথা ভাবা হয়েছে। 

    অস্থায়ী বাস স্ট্যান্ড কোথায়?



    তিতুমীর বাসট্যান্ড ব্যবহার করে জেলার নানা প্রান্তে বাস যাতায়াত করে থাকে। ফ্লাইওভার সংস্কারের এই দীর্ঘ সময়ে তাই ময়না এসপি অফিসের কাছে নির্দিষ্ট জায়গায় অস্থায়ী বাস স্ট্যান্ড করে দেওয়া হবে প্রশাসনের তরফে। বারাসাত সত্যভারতীর কাছেও অস্থায়ী বাস স্ট্যান্ড থেকে যাত্রী পরিষেবা মিলবে। কারণ রাস্তা বন্ধ থাকায় গাড়িগুলিকে ১১ নম্বর রেলগেট হয়ে ডাকবাংলো ঘুরে তিতুমীর বাসস্ট্যান্ডে পৌঁছতে হতো, সে ক্ষেত্রে চরম যানজটের আশঙ্কা তৈরি হতো বলেও মনে করছে জেলা প্রশাসনের কর্তারা।

    সন্তোষপুর মোড় থেকে বারাসাতগামী প্রাইভেট গাড়িগুলিকে আরদেবক মোড় থেকে যশোর রোডে ঘুরিয়ে দেওয়ারও পরিকল্পনা নেওয়া হয়েছে। আমডাঙা নীলগঞ্জ রোডকে ব্যবহার করেও কল্যাণী এক্সপ্রেসওয়েগামী গাড়ি যাতায়াতের ক্ষেত্রে ব্যবস্থা করে দেওয়া হবে বলে জানা গিয়েছে। 

    পাশাপাশি দুই জাতীয় সড়ক সংযোগকারী একাধিক রাস্তাও এই সময় ব্যবহার করা হতে পারে। তবে এই ফ্লাইওভারের বিকল্প রাস্তা হিসেবে জেলা সদর শহরের ১১ নম্বর রেলগেট সংলগ্ন সন্ধানী ক্লাবের পাশের রাস্তা-সহ পুরসভার সামনের রাস্তা দিয়ে ছোট গাড়ি, টোটো, অটো চলবে।

  • Link to this news (এই সময়)