• বইমেলায় বন্ধ থাকবে না মেট্রো
    এই সময় | ২৩ জানুয়ারি ২০২৫
  • এই সময়: কলকাতা বইমেলার জন্য মেট্রোর গ্রিন লাইনে কমিউনিকেশন বেস সিগন্যাল সিস্টেম তৈরি আপাতত স্থগিত রাখল কলকাতা মেট্রো রেল কোম্পানি লিমিটেড (কেএমআরসিএল)। পরিবর্তে ধাপে ধাপে মেট্রো বন্ধ রেখে এই কাজ করা হবে।

    ওই কাজের জন্য ২৬ জানুয়ারি থেকে টানা ৪৪ দিন হাওড়া ময়দান থেকে ধর্মতলা এবং সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ পর্যন্ত মেট্রো বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছিল। শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ এবং ধর্মতলা থেকে হাওড়া ময়দান — দু’টি আলাদা সিগন্যাল ব্যবস্থায় মেট্রো চলছিল। এখন হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ, টানা মেট্রো চালানোর প্রস্তুতি চলছে।

    ২৮ জানুয়ারিতে থেকে ৯ ফেব্রুয়ারি কলকাতা বইমেলা চলবে। প্রচুর মানুষ গ্রিন লাইন মেট্রোয় বইমেলায় যাতায়াত করেন। মেট্রো বন্ধ রাখার সিদ্ধান্ত জেনে বুক সেলার্স অ্যান্ড পাবলিশার্স গিল্ড রাজ্য পরিবহণ দপ্তরের হস্তক্ষেপ চেয়ে চিঠিও দেয়। জানা গিয়েছে, প্রথম ধাপে ১৩ থেকে ১৬ ফেব্রুয়ারি, দ্বিতীয় ধাপে ২২ থেকে ২৬ ফেব্রুয়ারি এবং তার পরে সপ্তাহান্তে ও ছুটির দিনগুলিতে মেট্রো না–চালিয়ে সিগন্যাল সংস্কারের কাজ চলবে। পরিবহণ সচিব জানান, মেট্রো বন্ধ থাকার সময়ে সরকারি ও বেসরকারি বাস পরিষেবা থাকবে।

  • Link to this news (এই সময়)