এই সময়: সেবাশ্রয় স্বাস্থ্য শিবির শুরু হওয়ার পর ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রে রেকর্ড সংখ্যাক মানুষের স্বাস্থ্য পরীক্ষা হয়েছিল। এই হেলথ ক্যাম্পের দ্বিতীয় পর্বে ফলতা বিধানসভা কেন্দ্রে মোট ১ লক্ষ ৫৬ হাজার মানুষের স্বাস্থ্য পরীক্ষা হয়েছে। ফলতা বিধানসভা কেন্দ্রের পরে বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রে বুধবার থেকে এই শিবির শুরু হয়েছে। বিষ্ণুপুরে মোট ৪৭ টি ক্যাম্প হয়েছে।
গত ২ জানুয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সেবাশ্রয় শিবির শুরু হওয়ার পর গত ২১ দিনে মোট ৪ লক্ষ ৩৭ হাজার ৮৯৪ মানুষের স্বাস্থ্য পরীক্ষা হয়েছে বলে এ দিন এক্স হ্যান্ডেলে জানিয়েছেন অভিষেক।
সেবাশ্রয় কর্মসূচিতে মানুষের এই বিপুল ভিড় দেখে এ দিন অভিষেক এক্স হ্যান্ডেলে রবার্ট ফ্রস্টের বিখ্যাত ‘স্টপিং বাই উডস ইন এ স্নোয়ি ইভনিং’ কবিতা থেকে উদ্ধৃতি দিয়েছেন। অভিষেক এই কবিতার লাইন ‘আই হ্যাভ প্রমিসেস টু কিপ অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ’ এ দিন এক্স হ্যান্ডেল পোস্ট করে সেবাশ্রয় স্বাস্থ্য শিবিরের বিভিন্ন পরিসংখ্যান তুলে ধরেছেন।
এখনও চারটি বিধানসভা কেন্দ্রে এই স্বাস্থ্য শিবির হবে। তাই দীর্ঘ পথ হলেও সব চ্যালেঞ্জকে অতিক্রম করা যাবে বলে মনে করছেন তিনি। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কথায়, ‘যখন মানুষ নেতৃত্ব দেয় তখন প্রগতির পথ প্রশস্ত হয়।’