• কুয়াশার দাপট অব্যাহত, চড়ছে পারদও, কবে ফিরবে কনকনে ঠান্ডার আমেজ? রইল বড় আপডেট
    আজকাল | ২৩ জানুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: ভরা মাঘে উধাও শীতের আমেজ। ক্রমেই ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ। একটানা ঠান্ডার আমেজ গায়েব দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। তবে আর দিন কয়েক পরেই তাপমাত্রার পারদ নামতে পারে। তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। ফলে মাঘের মাঝামাঝি আবারও ভরপুর শীতের আমেজ পাওয়া যেতে পারে। 

    আজ, বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় চলতি সপ্তাহে আরও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে। ২৬ জানুয়ারি, রবিবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলায় তাপমাত্রার পারদ ফের নামবে। জেলায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমবে। 

    আজ দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় ঘন কুয়াশার হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামিকাল, শুক্রবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় কুয়াশার জন্য হলুদ সতর্কতা রয়েছে। কুয়াশার দাপটে দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে যেতে পারে। 

    অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও চলতি সপ্তাহে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী থাকবে। ২৬ জানুয়ারি থেকে ফের কমবে তাপমাত্রা। আজ দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামী সপ্তাহে সোমবার ও মঙ্গলবার দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাস রয়েছে। 
  • Link to this news (আজকাল)