• আসছে বদল, হাওড়া-এসপ্ল্যানেড রুটে মেট্রো চলাচল নিয়ে সামনে বড় সুখবর
    হিন্দুস্তান টাইমস | ২৩ জানুয়ারি ২০২৫
  • হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড রুটে গ্রিন লাইন ২-তে এবার মেট্রোর সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। উল্লেখ্য, সম্প্রতি এই রুটে মেট্রো লাইনে কাজ চলছিল। তাই একটি সুড়ঙ্গে গোটা পথ মেট্রো চলছিল না। তবে ২৩ জানুয়ারি থেকে সেই সমস্যা মিটেছে। এই আবহে আগের মতোই দুদিকের সুড়ঙ্গে ছুটবে মেট্রো। এই আবহে বাড়ছে পরিষেবা। রিপোর্ট অনুযায়ী, সুড়ঙ্গের কাজের জেরে এত দিন হাওড়া ময়দান এবং এসপ্ল্যানেডের মধ্যে ১১৪টি মেট্রো পরিষেবা দেওয়া সম্ভব হচ্ছিল। তবে আজ থেকে তা বেড়ে ১৩০ হবে। এরই সঙ্গে সূচিতেও বদল এসেছে।


    এদিকে সোমবার থেকে শনিবার সকাল ৯টা থেকে ১১টা এবং বিকেল ৫টা থেকে রাত ৮টার মধ্যে ১২ মিনিট অন্তর অন্তরই ছুটবে মেট্রো। এছাড়া দিনেক বাকি সময় এই রুটে মেট্রো ছুটবে ১৫ মিনিট অন্তর। এর আগে বিগত দিনগুলিতে এই রুটে অফিস টাইমে মেট্রো ছুটছিল ২০ মিনিটের ব্যবধানে এবং দিনের অন্য সময় মেট্রো চলছিল ২৪ মিনিট অন্তর অন্তর। এদিকে সোম থেকে শনিবার হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেডগামী প্রথম পরিষেবা পাওয়া যাবে সকাল ৭টায়। আর শেষ মেট্রো মিলবে রাত ৯টা ৪৫ মিনিটে। অপরদিকে এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দানগামী প্রথম মেট্রোও পাওয়া যাবে সকাল ৭টাতেই। শেষ মেট্রো এসপ্ল্যানেড থেকে ছাড়বে রাত ৯টা ৪৫ মিনিটে।

    এদিকে রবিবার গ্রিন লাইন ২-তে এতদিন ছুটত ৪৬টি মেট্রো। তবে এই সপ্তাহ থেকে তা বেড়ে হবে ৬২। রবিবার এসপ্ল্যানেড এবং হাওড়া থেকে প্রথম মেট্রোগুলি ছাড়বে দুপুর ২টো১৫ মিনিটে। রবিবার এখন থেকে ১৫ মিনিট ব্যবধানে ছুটবে মেট্রো। রাত ৯টা ৪৫ মিনিটে দুই স্টেশন থেকেই শেষ মেট্রো ছাড়বে গন্তব্যের উদ্দেশে।


    এদিকে ফেব্রুয়ারি মাস থেকে ধাপে ধাপে বন্ধ থাকবে ইস্ট-ওয়েস্ট মেট্রোর শিয়ালদা থেকে সল্টলেক পর্যন্ত রুটে পরিষেবা। সেই সময় এই রুটে চলবে সিগন‌াল আধুনিকীকরণের কাজ। সংবাদ প্রতিদিনের রিপোর্ট অনুযায়ী, ১৩ থেকে ১৬ ফেব্রুয়ারি এবং ২২ থেকে ২৫ ফেব্রুয়ারি দুই ধাপে আটদিন ইস্ট-ওয়েস্ট মেট্রো পুরোপুরি বন্ধ রাখা হবে।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)