জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ঘন কুয়াশার চাদরে মুড়ে সারা কলকাতা, বাদ পড়েনি আশেপাশের জেলাগুলিও। কোথাও বন্ধ ফেরি সার্ভিস, কোথাও আবার চরম দুর্ঘটনার কবলে যাত্রীরা, কোথাওবা আবার ট্রেন চললো দেরীতে; সবমিলিয়ে নাজেহাল অবস্থা নিত্যযাত্রীদের।
গতকালের থেকে আজ আরো কুয়াশায় ঢেকেছে সর্বত্র। কুয়াশার পাশাপাশি জাকিয়ে পরলো ঠান্ডাও। যত বেলা বারছে তত কুয়াশায় ঢাকছে ডুয়ার্সের সব জায়গায়। রাস্তাঘাট ফাঁকা। আকাশে যা অবস্থা তাতে আজ সুর্যের দেখা মিলবে কিনা তা সন্দেহ। এত সুন্দর আবহাওয়ায় খুশি সবাই। কুয়াশার মাত্রা এতটাই বেশি যে রাস্তাঘাট ভিজে গেছে। অন্যদিকে কালিম্পং জেলার অবস্থাও একইরকম। সিটং এর কাছে কারমাট এলাকায় দুর্ঘটনা। এদিন একটি টিপার ট্রাক রাস্তা থেকে গড়িয়ে পরে খাদে। আর এতেই আহত চালক। স্থানিয়রা আহতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এই এলাকার রাস্তার হাল এতটাই খারাপ যে প্রান হাতে করে চলাচল করতে হয় সাধারণ মানুষকে। দ্রুত রাস্তাটি মেরামতের দাবি জানিয়েছেন স্থানিয় মানুষ। যখন তখন বড় দুর্ঘটনা ঘটতে পারে বলে জানিয়েছেন স্থানিয়রা। উল্লেখ্য কিছুদিন আগে আলিপুরের চার পর্যটক এই রাস্তা দিয়ে যাবার সময় দুর্ঘটাগ্রস্থ হয়। এদিন আবার এই দুর্ঘটনা ঘটায় আতঙ্কিত সাধারন মানুষ।
ঘন কুয়াশার জেরে বন্ধ কালনা শান্তিপুর ফেরি সার্ভিস। গতকাল রাত থেকে কুয়াশার দাপটে বন্ধ ভাগীরথী নদীর বুকে কালনার নৃরসিংহপুর ঘাট ফেরি সার্ভিস। বেলা যত বাড়ছে যাত্রী সংখ্যাও তত বাড়ছে। সুজিত পরামানিক নামে এক যাত্রী বলেছেন আজ শান্তিপুরের শাড়ির হাট, তাই ভোরবেলা থেকে হাটে কাপড় নিয়ে পারাপারের অপেক্ষায় বসে তাঁতিরাও, কিন্তু বন্ধ ফেরি সার্ভিস। জয় গোপাল ভট্টাচার্য বলেছেন, যাত্রী পরিবহন এবং পণ্য পরিবহন সম্পূর্ণরূপে বন্ধ আছে। কুয়াশা না কাটলে প্রশাসনের তরফ থেকে ফেরি সার্ভিস বন্ধ থাকবে ঘাট। অপরদিকে সকাল থেকেই ঘন কুয়াশায় ঢেকে নদিয়ার কৃষ্ণনগর সহ পার্শবর্তী সব এলাকা,মাজদিয়াতে স্টেশন এলাকার রাস্তাঘাট,কিংবা কৃষ্ণনগর জাতীয় সড়কের সব জায়গায় কুয়াশার ফলে সাধারণ মানুষেদের চলাচলেও একটু অসুবিধার মধ্যে পড়তে হয়েছে। ফলে গাড়ি চলছে ধীর গতিতে আলো জ্বেলে, সকাল ১০ টা বাজলেও কুয়াশার দাপট এখনো কমেনি।