সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাঁচদিনে শিয়ালদহ ডিভিশনে বাতিল ৩০০ লোকাল ট্রেন। আজ অর্থাৎ বৃহস্পতিবার থেকে আগামী সোমবার পর্যন্ত চলবে কাজ। বালিঘাট ও বালিহল্ট ব্রিজের মাঝেও কাজ হবে। ফলে বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে। কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। যার জেরে চূড়ান্ত ভোগান্তির আশঙ্কায় নিত্যযাত্রীরা। রেলের তরফে জানানো হয়েছে, যাত্রীদের যাথে বিশেষ সমস্যায় পড়তে না হয় সেদিকে নজর রয়েছে তাঁদের।
এছাড়াও শিয়ালদহ-ডানকুনি, শিয়ালদহ-কল্যাণী সীমান্ত-সহ একাধিক ট্রেন বাতিল। ফলে সপ্তাহান্তে বিপাকে পড়তে পারেন নিত্যযাত্রীরা। ফলে বিকল্প পথে গন্তব্যে পৌঁছনোর প্ল্যান করাই ভালো। তবে রেলের তরফে জানানো হয়েছে, যাত্রী সুবিধাই তাঁদের মূল লক্ষ্য তাই দ্রুত কাজ শেষের চেষ্টা করা হচ্ছে।