• ‘চক্রান্তের শিকার…’, নেতাজির ‘অন্তর্ধান রহস্য’ নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য মমতার
    এই সময় | ২৩ জানুয়ারি ২০২৫
  • নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৮–তম জন্মবার্ষিকীতে ফের তাঁর ‘অন্তর্ধান রহস্য’-র প্রসঙ্গ তুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার কালচিনির সুভাষিনী চা বাগানে সরকারি পরিষেবা প্রদান এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, ‘উনি চক্রান্তের শিকার হয়েছিলেন।’

    নেতাজির ‘অন্তর্ধান রহস্য’ নিয়ে বিতর্ক নতুন নয়। ১৯৪৫ সালে বিমান দুর্ঘটনায় কি আদৌ তাঁর মৃত্যু হয়েছিল? এই নিয়ে অতীতে বহু প্রশ্ন উঠেছিল। এ দিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘কী ভাবে নেতাজির মৃত্যু হয়েছিল?  তা আজও জানি না। তাঁর জন্মদিন জানি, মৃত্যু দিন জানি না। তিনি চক্রান্তের বড় শিকার। দুঃখ হয়। তিনি দেশের জন্য অনেক লড়াই করেছেন। অথচ, সেই মানুষটা কোথায় হারিয়ে গেলেন তা আমরা জানি না।’ রাজ্যের কাছে থাকা নেতাজি সংক্রান্ত ৬৪টি ফাইল ইতিমধ্যেই প্রকাশ্যে আনা হয়েছে, এ দিন তা ফের জানান মমতা বন্দ্যোপাধ্যায়। 

    বৃহস্পতিবারের  সভা থেকে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করেন রাজ্যের প্রশাসনিক প্রধান। মমতা বন্দ্যোপাধ্যায় এ দিন বলেন, ‘আদিবাসীদের জমি কেউ কেড়ে নিতে পারবে না। ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে ৫০টি শয্যা বৃদ্ধি করা হয়েছে। ১২ লক্ষ মানুষকে বাংলার বাড়ি প্রকল্পের অর্ধেক টাকা দেওয়া হয়েছে। আরও অর্ধেক টাকা ডিসেম্বরে দেওয়া হবে। পরবর্তী ধাপে আরও ১৬ লক্ষ মানুষকে এই অর্থ দেওয়া হবে। তাঁরা ডিসেম্বরে প্রথম কিস্তি পাবেন।’ 



    কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে এ দিন ফের সরব হন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘আমাদের কেন্দ্র টাকা দিচ্ছে না। কিন্তু আমরা সম্মানের সঙ্গে আপোস করি না।  মানুষজনকে ঘর দেওয়া হবে। অনেক চা বাগান খুলে গিয়েছে। আগামী দিনে আরও খুলবে।’

  • Link to this news (এই সময়)