শিয়ালদহ-ডানকুনি শাখায় ১০০ ঘণ্টা ট্রেন বন্ধ আজ বৃহস্পতিবার থেকেই। এর জেরে শুরু হয়েছে যাত্রী দুর্ভোগ। ট্রেন বন্ধ থাকার বিষয়টি রেলের তরফে আগাম নোটিস দিয়ে জানানো হয়েছিল। কিন্তু নিত্যযাত্রীদের দাবি, সকলে নোটিসের কথা জানবেন তার কোনও অর্থ নেই। এর জন্য প্ল্যাটফর্মগুলিতে প্রচারের দরকার ছিল। যাত্রীদের অভিযোগ, রেলের তরফে মাইকে প্রচার হয়নি। ফলে অনেকে জানেনই না ট্রেন বন্ধ।
পূর্ব রেলের শিয়ালদহ–ডানকুনি শাখায় বালি ব্রিজ ও বালি হল্ট স্টেশনের মাঝে পুরোনো লোহার গার্ডার রয়েছে। সেগুলি পাল্টাতে ১০০ ঘণ্টার জন্য ট্রেন বন্ধ রয়েছে। ২৩ জানুয়ারি ভোর ৪টে থেকে ২৭ জানুয়ারি ভোর ৪টে পর্যন্ত ট্রেন বন্ধ থাকবে।
শিয়ালদহ-ডানকুনি শাখায় বাতিল করা হয়েছে ২২ জোড়া লোকাল ট্রেন। বাতিল থাকছে একাধিক মেল ও এক্সপ্রেস ট্রেনও। রেলের তরফে আগেই তা ঘোষণা করা হলেও বৃহস্পতিবার সকাল থেকে চোখে পড়ে ডানকুনি স্টেশনে যাত্রী ভোগান্তির দৃশ্য।
সকাল থেকে শিয়ালদহগামী বহু যাত্রী ডানকুনিতে অপেক্ষা করেছেন ট্রেনের জন্য। কেউ বা যাবেন শিয়ালহ, কেউ দমদম বা বিধাননগর। কিন্তু সাধারণ যাত্রীদের দাবি, তাঁরা আগে থেকে কিছু জানতেন না, তাই সকাল থেকে অপেক্ষা করতে হচ্ছে। সকাল থেকে রেলের তরফে কোনও ঘোষণাও হয়নি বলে অভিযোগ তাঁদের। পরে অবশ্য জানতে পেরে বিকল্প রাস্তা ধরে গন্তব্যের পথে রওনা দেন।