• মেয়ের দেওয়া ‘গিফ্ট’ হারিয়ে ফেলেছিলেন বাবা, ফেরত পেয়ে আবেগে কেঁদে ফেললেন
    এই সময় | ২৩ জানুয়ারি ২০২৫
  • মেয়ে উপহার হিসাবে বাবাকে মোবাইল ফোন কিনে দিয়েছিল। বৃদ্ধ বাবা বাজারে বেরিয়ে সেই ফোন রাস্তায় হারিয়ে ফেলেন। ওই ব্যক্তির ফোন হারানোর যন্ত্রণার থেকেও মেয়ের দেওয়া উপহার হারিয়ে ফেলার কষ্ট ছিল বেশি। এক বছরের মাথায় তা ফিরিয়ে দিল দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার পুলিশ।

    দুর্গাপুরের বিধাননগরে থাকেন ওই বৃদ্ধ। শিল্পতালুক ফেজ ৩-তে থাকেন তিনি। ওই বৃদ্ধ জানান, গত এপ্রিল মাসে মেয়ের দেওয়া মোবাইল ফোন হারিয়ে ফেলেন। বৃদ্ধের কথায়, ‘জামাইয়ের পরামর্শে থানায় এফআইআর করি। ওই ফোনটা আমার মেয়ে আমাকে দিয়েছিল। তাই ওটা হারিয়ে আমার খুবই মন খারাপ হয়ে গিয়েছিল। আবার ফিরে পাবো ভাবতেই পারিনি। কী যে ভালো লাগছে তা বলে বোঝাতে পারব না।’

    শুধু তিনিই নন, আরও বেশ কয়েক জন হারানো মোবাইল ফোন ফিরে পেয়েছেন বৃহস্পতিবার। সাইবার প্রতারণায় খোয়ানো টাকাও উদ্ধার করে ফিরিয়েছে পুলিশ। জানা গিয়েছে, কেউ ফোন হারিয়েছিলেন এক বছর আগে, কারও ফোন খোয়া যায় দু’বছর আগে। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। বৃহস্পতিবার ‘ফিরে পাওয়া’ নামে এক অনুষ্ঠানে এ রকম ১৪টি মোবাইল ফোন ফিরিয়ে দেয় নিউটাউনশিপ থানার পুলিশ। এই এলাকারই বিভিন্ন প্রান্ত থেকে চুরি গিয়েছিল সেগুলি। এ ছাড়া দু’জন সাইবার প্রতারণায় যথাক্রমে ৩৫ হাজার টাকা ও ২০ হাজার টাকা খোয়ান। তাঁদের হাতেও তুলে দেওয়া হয় সেই টাকা।

  • Link to this news (এই সময়)