• শ্রীরামপুর দিল্লি রোডে বাইক আরোহীকে পিষে দিল ডাম্পার, দুর্ঘটনার পর পথ অবরোধ স্থানীয়দের ...
    আজকাল | ২৩ জানুয়ারি ২০২৫
  • মিল্টন সেন, হুগলি: ভয়াবহ পথ দুর্ঘটনা হুগলির শ্রীরামপুরে। ডাম্পারের চাকায় পিষে মৃত্যু হল এক বাইক আরোহীর। এ ঘটনায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখান পথচারীরা। কিছুক্ষণের জন্য যান চলাচল স্তব্ধ হয় ব্যস্ত রাস্তায়। 

    পুলিশ সূত্রে খবর, মৃতের নাম রাম বাবু রায় (৪৬)। ডানকুনি চাকুন্দির বাসিন্দা ছিলেন ওই বাইক আরোহী। বুধবার সন্ধের কিছু পরে বৈদ্যবাটির দিক থেকে ডানকুনির দিকে যাচ্ছিলেন তিনি। শ্রীরামপুরের দিল্লি রোডে ভূষণ জল ট্যাঙ্কের কাছে গার্ড রেলে ধাক্কা মেরে  নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝে পরে যান। পিছন থেকে একটি ডাম্পার বাইক আরোহীকে পিষে দেয়। ঘটনাস্থলেই ওই বাইক আরোহীর মৃত্যু হয়। 

    পুলিশ স্থানীয়দের থেকে খবর পেয়ে দেহ তুলতে গেলে এলাকায় উত্তেজনা ছড়ায়। প্রায় আধা ঘণ্টা অবরুদ্ধ থাকে ১৩ নম্বর রাজ্য সড়ক। শ্রীরামপুর থানার আইসি সুখময় চক্রবর্তীর নেতৃত্বে ঘটনাস্থলে চলে আসে বিশাল পুলিশ বাহিনী। ক্রেন নিয়ে এসে ঘাতক ডাম্পারকে সরিয়ে নিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। পাশাপাশি ডাম্পারের চালককে আটক করেছে পুলিশ।
  • Link to this news (আজকাল)