ঘন কুয়াশায় কমল দৃশ্যমানতা, চুঁচুড়ায় বন্ধ ফেরিঘাট, ভোগান্তি যাত্রীদের...
আজকাল | ২৩ জানুয়ারি ২০২৫
মিল্টন সেন, হুগলি: কুয়াশায় ঢাকা সকাল। দৃশ্যমানতা কম। ফেরিঘাট বন্ধ। চুঁচুড়া-নৈহাটি বড়মা লঞ্চ সার্ভিস বন্ধ আজ। যাত্রীরা অপেক্ষায়, কুয়াশা কাটলে লঞ্চ চালু হওয়ার। প্রতিদিন ভোর পাঁচটায় চুঁচুড়া থেকে প্রথম লঞ্চ ছাড়ে সাধারণ দিনে। কিন্তু আজ সাড়ে আটটা বেজে গেলেও লঞ্চ চালু করা যায় নি।
ফেরিঘাট কর্তৃপক্ষ জানান, যাত্রীদের সুরক্ষার কথা ভেবে লঞ্চ বন্ধ রাখা হয়। গঙ্গায় এত কুয়াশা, কিছু দেখা যাচ্ছে না। জেটিও দেখা যাচ্ছে না। ঝুঁকির পারাপার তাই বন্ধ রাখা হয়েছে।
লঞ্চ বন্ধ থাকায় যাত্রী চরম ভোগান্তির শিকার। অনেকেই দীর্ঘক্ষণ অপেক্ষা করে ট্রেনে যাওয়ার জন্য হুগলি ঘাট অথবা ব্যান্ডেল সেশনের দিকে রওনা দেন। চুঁচুড়া ফেরিঘাট পার হয়ে প্রতিদিন কয়েক হাজার যাত্রী নৈহাটির দিকে যান। নৈহাটি থেকেও সমপরিমাণ যাত্রী চুঁচুড়ায় আসেন। সকালে লঞ্চ বন্ধ থাকায় সমস্যায় পড়েন তাঁরা।
যদিও কুয়াশার তোয়াক্কা না করে চুঁচুড়ারই তামলিপারা ঘাটে ফেরিঘাট চালু থাকতে দেখা যায়। ঘাট কর্তৃপক্ষ জানান, যাত্রীরা যেতে চাইছে তাই কিছুটা ঝুঁকি নিয়েই তাঁরা ফেরি পারাপার করছেন। তামলিপাড়া থেকে গরিফা যাওয়ার দূরত্ব অনেকটা কম, তাই কিছুটা সুবিধা হচ্ছে তাঁদের।