বালি ব্রিজ সংস্কারের কাজ শুরু, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা ...
আজকাল | ২৩ জানুয়ারি ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার ভোররাত থেকে বিবেকানন্দ ব্রিজ বা বালি ব্রিজ সংস্কারের কাজ শুরু হয়েছে। নিয়মমতো দক্ষিণেশ্বর থেকে বালির দিকে যাওয়া সমস্ত যানবাহন ঘুরিয়ে দেওয়া হচ্ছে। নিবেদিতা সেতু দিয়ে চলাচল করছে। এর ফলে কিছুটা সমস্যায় পড়েছেন যাত্রীরা। ব্রিজ থেকে নামার রাস্তা না পেয়ে, দীর্ঘ পথ হেঁটে বাস ধরতে হচ্ছে তাঁদের। যদিও কাজের জন্য যে যানবাহন ঘুরপথে যাবে তা আগেই জানানো হয়েছিল।
১৯৩১ সালে তৈরি হয় বালি ব্রিজ। গঙ্গার ওপর নির্মিত এই ইস্পাতের সেতুর মাঝে রেল লাইন ও দু’পাশ দিয়ে সড়ক। সেতুর বালিঘাট ও বালি হল্ট স্টেশনের মাঝে ব্রিজের গার্ডার বদল-সহ একাধিক কাজ শুরু হয়েছে। সেই মতো টানা ১০০ ঘণ্টা ধরে চলবে এই কাজ। কিন্তু এর ফলে সকাল থেকে চরম হয়রানি শুরু হয়েছে বলে অভিযোগ যাত্রীদের। বাধ্য হয়ে পুলিশকে রেলিং ভেঙে নতুন রাস্তা তৈরিতে হাত লাগাতে হয়েছে।
যাত্রীদের একাংশের কথায়, রেলসেতুর মেরামতির কাজের জন্য কাজে বেরিয়ে সকাল থেকেই ভোগান্তি হচ্ছে। আগে থেকে বিকল্প রাস্তা করা দরকার ছিল। সেতু থেকে দূরে রাজচন্দ্রপুর থেকে প্রায় ২-৩ কিমি হাঁটতে হচ্ছে। বাধ্য হয়েই অনেকে রাস্তার রেলিং টপকে শর্টকাট পথে যেতে চাইছেন। আলমপুরে কর্মসূত্রে যান বেলুড়ের বাসিন্দা অলোক দেব। তিনি বলেন, দক্ষিণেশ্বরের দিক থেকে সমস্ত বাস বন্ধ। নিবেদিতা সেতু হয়ে যেতে গিয়ে বালির দিক দিয়ে বাস ধরতেই পারা যাচ্ছে না। অনেকটা ঘুরপথে রাজচন্দ্রপুর পর্যন্ত যেতে হচ্ছে।
পুলিশের একটি সূত্র জানাচ্ছে, এতদিনের রেলব্রিজ। এটাকে তো রক্ষণাবেক্ষণ করতে হবে। সেই কাজ শুরু হয়েছে। বিকল্প একটি রাস্তা করার কাজ শুরু হয়েছে। দ্রুত সমস্যা মিটে যাবে বলে ওই সূত্রটি জানায়।
রেল সূত্রে জানা গিয়েছে, নির্ধারিত সূচি মেনে কাজ শুরু হয়েছে বালি ব্রিজে। বিশালাকার ক্রেন দিয়ে সমস্ত কাজ চলছে। দক্ষিণেশ্বর থেকে বালির দিকে এলাকায় রয়েছেন রেলের পদস্থ ইঞ্জিনিয়াররা। জানা যাচ্ছে, রেলের উচ্চপদস্থ আধিকারিকরা আসবেন কাজ খতিয়ে দেখতে।