আজকাল ওয়েবডেস্ক: বুধবার, ২২ জানুয়ারি রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের আসানসোলের আপকার গার্ডেনের বাড়িতে হামলা, ভাঙচুরের ঘটনা ঘটে। ঘটনার প্রেক্ষিতে ঠিক তার পরের দিন, অর্থাৎ বৃহস্পতিবার জানা গেল, আইন ও বিচার এবং শ্রম মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে হামলার ঘটনার পর বদল আনা হয়েছে নিরাপত্তা ব্যবস্থায়। আসানসোলে মন্ত্রীর বাসভবনের নিরাপত্তাও আরও জোরদার করা হয়েছে।
সূত্রের খবর, মন্ত্রীর বাড়িতে হামলার সময় নিরাপত্তার দায়িত্বে থাকা একজন আধিকারিক ছাড়া বাকি চারজন পুলিশ কর্মীকে বদল করা হয়েছে। বৃহস্পতিবার একথা জানান, ডিসিপি সেন্ট্রাল ধ্রুব দাস। অন্যদিকে, আইন মন্ত্রীর বাড়িতে হামলার ঘটনায় অভিযুক্ত ভিক্কি কেওড়াকে গ্রেপ্তার করেছে আসানসোল দক্ষিণ থানার পুলিশ। জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তি স্থানীয় কালিকা পুর সায়ের পাড়ার বাসিন্দা। আসানসোল আদালতে তাকে পেশ করা হবে।
ঘটনাপ্রসঙ্গে ভিক্কির মা জানিয়েছেন, ছেলে মানসিক ভারসাম্যহীন। ভিক্কি, বাড়িতেও এই ধরনের ঘটনা ঘটায় বলেও অভিযোগ পরিবারের।
উল্লেখ্য, বুধবার দুপুরে এক যুবক মন্ত্রীর আসানসোলের আপকার গার্ডেনের বাড়ির সামনে আসে। মন্ত্রীর সঙ্গে দেখা করতে চায় সে। তবে সাক্ষাতের জন্য আগাম সময় চেয়ে না রাখায় নিরাপত্তারক্ষী তাকে বাধা দেয়। অভিযোগ, কিছুক্ষণের মধ্যে নিরাপত্তারক্ষীদের চোখে ধুলো দিয়ে মন্ত্রীর বাড়ি লাগোয়া অফিসে ঢুকে পড়ে ওই যুবক। মন্ত্রীর কার্যালয়ে থাকা টেবিলের কাচ ভাঙে সে। ভাঙচুরের শব্দ শুনে দৌড়ে আসেন নিরাপত্তারক্ষীরা। তাকে হাতেনাতে ধরা হয় বুধবারেই।