• ব্যারাকপুর শুটআউট কাণ্ডে ধৃত তিন, জেরায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য ...
    আজকাল | ২৩ জানুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক:‌ ব্যারাকপুরে শুটআউট কাণ্ডে ধৃত তিন। ধৃতদের নাম শেখ কাউসার (আরিয়ান), কুলদীপ দাস (চুয়া) এবং দীপক বাল্মীকি। বুধবার দুপুরে শুটআউটের ঘটনার পর রাতেই তিন জনকে গ্রেপ্তার করে ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ। ধৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রুজু করে বৃহস্পতিবার ব্যারাকপুর নগরদায়রা আদালতে হাজির করানো হয়। জানা গেছে ধৃতদের হেফাজতে চাইবে পুলিশ।

    বুধবার দুপুরে ব্যারাকপুরের পুলিশ কমিশনারের অফিসের কাছে পাইপ রোডে মহম্মদ ইমদাদ নামে স্থানীয় এক যুবককে গুলি করে পালায় তিন দুষ্কৃতী। গুলি লাগে যুবকের বুকে। গুলিচালনায় অভিযুক্ত ওই তিন যুবকই ইমদাদের পরিচিত বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ।

    পুলিশ জানিয়েছে, বুধবার দুপুরে অভিযুক্ত তিন জন মোটরবাইকে চেপে ব্যারাকপুরের চিড়িয়ামোড়ের পাইপ রোডে ইলেকট্রিক অফিসের পরিত্যক্ত একটি বাড়িতে পৌঁছন। ইমদাদকেও সেখানে ডাকা হয়। ইমদাদ এলে তাঁর সঙ্গে শুরু হয় বচসা। আচমকাই আগ্নেয়াস্ত্র বার করে গুলি চালান এক দুষ্কৃতী। গুলিবিদ্ধ ইমদাদ (‌২৭)‌ মাটিতে লুটিয়ে পড়েন। এরপরই ঘটনাস্থল ছেড়ে পালান দুষ্কৃতীরা। 

    পুলিশের প্রাথমিক অনুমান, টাকা পয়সা সংক্রান্ত গন্ডগোলের জেরেই ইমদাদকে খুনের চেষ্টা করা হয়। ধৃতদের জেরা করে গোটা বিষয়টি জানতে চাইছে পুলিশ। 
  • Link to this news (আজকাল)