আজকাল ওয়েবডেস্ক: তৃণমূল নেতা খুনের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার মাধ্যমিক পরীক্ষার্থী নাবালিকা ছাত্রীর অপহরণের ঘটনা। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ। ঘটনায় পুলিশ সুপারের দ্বারস্থ নাবালিকার পরিবার। ঘটনাটি ঘটেছে মালদার মানিকচক এলাকায়। পরিবারের অভিযোগ, থানায় জানানোর পরেও পুলিশ কোনও ব্যবস্থা না নেওয়ায় তাঁরা জেলার পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন। এলাকায় এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। নাবালিকার পরিবারের অভিযোগ, গত ১৭ জানুয়ারি ওই নাবালিকার মা ও বাবা মালদা শহরে কাজে এসেছিলেন।
বাড়িতে গিয়ে দেখেন মেয়ে বাড়িতে নেই। স্থানীয় বাসিন্দারা ওই নাবালিকার পরিবারকে জানান, মোটরবাইকে করে অজ্ঞাতপরিচয় কোনও ব্যক্তি এসে ওই নাবালিকাকে তুলে নিয়ে যায়। ঘটনার কথা জানতে পেরেই পুলিশের দ্বারস্থ হন পরিবার। কিন্তু মানিকচক থানায় অভিযোগ জানালেও পুলিশ কোন ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ ওঠে। বাধ্য হয়ে ওই নাবালিকার পরিবার সরাসরি পুলিশ সুপারের দ্বারস্থ হন। নাবালিকার মা ও বাবা জানিয়েছেন, ‘মেয়েকে পড়াশোনা করাতে চাই।
পুলিশকে ঘটনার কথা জানিয়েছি। আমার মেয়েকে যাতে পুলিশ উদ্ধার করে দেয়’। প্রসঙ্গত, কিছুদন আগেই এক তৃণমূল নেতাকে গুলি করে খুন করা হয় মালদায়। সেই ঘটনাকে ঘিরে তোলপাড় হয়ে ওঠে রাজ্য রাজনীতি। রাজ্যে আইনশৃঙ্খলা রক্ষায় কড়া পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও। সেই ঘটনার পর ফের নাবালিকা অপহরণের ঘটনা ঘটল মালদার মানিকচকে।