রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে উদ্ধার যুবকের দেহ, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা...
আজকাল | ২৩ জানুয়ারি ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে উদ্ধার হল এক অজ্ঞাতপরিচয় যুবকের দেহ। বৃহস্পতিবার সকালে প্রাতঃভ্রমণকারীরা স্টেডিয়ামের মধ্যে একটি দেহ পড়ে থাকতে দেখেন। দেহটি কম্বল চাপা দেওয়া ছিল। প্রত্যক্ষদর্শীরা খবর দেন পুলিশে। ঘটনাস্থলে এসে পৌঁছয় রবীন্দ্র সরোবর থানার পুলিশ। দেহটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে। যুবকটির পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। স্থানীয়রা জানিয়েছেন, মৃত যুবকটিকে মাঝেমধ্যেই রবীন্দ্র সরোবর এলাকায় ঘোরাফেরা করতে দেখা যেত। কী কারণে যুবকটির মৃত্যু হল তাঁ জানার চেষ্টা করছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে রবীন্দ্র সরোবর থানার পুলিশ।