আজকাল ওয়েবডেস্ক: শহরে হেলে পড়ছে একের পর এক বহুতল বাড়ি। আগরপাড়া, বাঘাযতীন, ট্যাংরার পর বাগুইআটির জগৎপুরে হেলে পড়ল দু'টি বাড়ি। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
বিধাননগর পুরনিগমের ২৩ নম্বর ওয়ার্ডে বাগুইআটির জগৎপুর নেতাজিপল্লীতে দু'টি বিল্ডিং হেলে পড়ার ঘটনা দেখে মনে হচ্ছে একটি বহুতল অপরটির গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছে। ঘটনার কথা জানাজানি হতেই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ঝুঙ্কু মণ্ডল বিধাননগর পুরনিগমে লিখিত অভিযোগ জানিয়েছেন।
স্থানীয় বাসিন্দা সূত্রে খবর, পুকুর বুজিয়ে কয়েক ছটাক জমির ওপরে গড়ে উঠেছিল বাড়িগুলি। কয়েক বছরের মধ্যেই সেগুলি একে অপরের গায়ে হেলে পড়েছে বিপজ্জনকভাবে। একটি বহুতলের প্রোমোটার মিঠুন কর এই বিষয়ে মুখ খুলতে চাননি। যে কোনও সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। জীবনহানির সম্ভাবনাও রয়েছে, এমন আশঙ্কায় প্রকাশ চিঠিতে লিখেছেন স্থানীয় কাউন্সিলর।
কাউন্সিল ঝুঙ্কু মণ্ডল জানিয়েছেন, তাঁর সময়ে এই বহুতল তৈরি হয়নি। পূর্বতন তৃণমূল কাউন্সিলর আশা নন্দীর সময় সেগুলি তৈরি হয়েছিল।