• সদ্য বাড়িভাড়া নিয়েছিলেন, সেখান থেকেই উদ্ধার তরুণীর গলাকাটা দেহ, রহস্য ঘনাচ্ছে হরিদেবপুরে 
    আজকাল | ২৩ জানুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: রবীন্দ্র সরোবরের  পর হরিদেবপুর, বৃহস্পতিবার শহরে ফের উদ্ধার দেহ। হরিদেবপুর এলাকায় এক তরুণীর গলাকাটা রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে প্রাথমিকভাবে। তরুণীর দেহে একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে বলেও খবর সূত্রের।

    প্রতিবেদন লেখা পর্যন্ত পাওয়া তথ্য, দিন কয়েক আগেই হরিদেবপুর এলাকায় বাড়ি ভাড়া নিয়েছিলেন ওই তরুণী। জানিয়েছিলেন থাকবেন স্বামীর সঙ্গে। ওই বাড়িতে তরুণী আপাতত একাই থাকতে শুরু করেছিলেন।

    স্থানীয় সূত্রের খবর, বৃহস্পতিবার সুপুরে আচমকা ওই ঘরের মেঝে থেকে রক্ত দেখতে পান বাড়ির মালিক। যিনি ভাড়ার খোঁজ দিয়েছিলেন, তাঁকে ডেকে পাঠান বাড়ির মালিক। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় পুলিশে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে লালবাজারের হোমিসাইড শাখা, স্নিফার ডগ। 

    যে ব্যক্তিতে স্বামীর পরিচয় দিয়েছিলেন তরুণী, খোঁজ চলছে তাঁর। কীভাবে এই ঘটনা ঘটল, কে বাবা কারা ঘটাল, তা এখনও স্পষ্ট হয়নি। আবাসনের সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।

    উল্লেখ্য, বৃহস্পতিবার  রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে উদ্ধার হয় এক অজ্ঞাতপরিচয় যুবকের দেহ। বৃহস্পতিবার সকালে প্রাতঃভ্রমণকারীরা স্টেডিয়ামের মধ্যে একটি দেহ পড়ে থাকতে দেখেন। দেহটি কম্বল চাপা দেওয়া ছিল। দেহ উদ্ধারের ঘটনায় চাপা উত্তেজনা ছড়ায় এলাকায়। বেলা গড়াতেই শহরে ফের উদ্ধার হল দেহ। 
  • Link to this news (আজকাল)