দেবব্রত মণ্ডল, ক্যানিং: এক মানবাধিকার কর্মীর রহস্যমৃত্যু ক্যানিংয়ে! ঘটনায় পরিচিত এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনায় আরও এক মহিলার খোঁজে তল্লাশি শুরু করেছেন তদন্তকারীরা। ঘটনায় মৃত কর্মীর বাড়ি এলাকায় তীব্র চাঞ্চল্য।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত কর্মীর নাম মানিক। বুধবার তিনি পরিচিত এক যুবক রাজেশ রায়চৌধুরী ও এক মহিলার সঙ্গে ক্যানিংয়ে আসেন। দিনভর সেখানেই থাকার পর রাতে বাড়ি ফিরে যাওয়ার সময় রহস্যজনকভাবে ট্রেনে ওই কর্মীর মৃত্যু হয়। মানিককে ক্যানিংয়ের সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা ওই মানবাধিকার কর্মীকে মৃত বলে ঘোষণা করেন। পরিবারে খবর দেওয়া হলে তাঁরা সেখানে এসে রাজেশকে মারধর করেন পরিবারের সদস্যরা। পরে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত মানিক তাঁর পরিচিত যুবক রাজেশের থেকে টাকা পেতেন। তা তিনি ফেরত চাইছিলেন। সেই আবহেই ক্যানিংয়ে আসেন তাঁরা। টাকা চাওয়ার কারণে ক্ষোভেই কি মানিককে খুন করা হয়েছে? নাকি শারীরিক অসুস্থতায় তাঁর মৃত্যু হয়েছে। কারণ ঘিরে ধোঁয়াশা রয়েছে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট আসার পরই মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে অনুমান পুলিশের। এদিকে সঙ্গে থাকা মহিলারও খোঁজ করছে পুলিশ।