• ফের পুলিশকে লক্ষ্য করে গুলি, দুই দুষ্কৃতীকে পাকড়াও মালদায়
    এই সময় | ২৩ জানুয়ারি ২০২৫
  • উত্তর দিনাজপুরের গোয়ালপোখরে আদালত চত্বরে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালায় বিচারাধীন বন্দি। এ বার পুলিশকে লক্ষ্য করে গুলি চলল মালদার কালিয়াচক এলাকায়। নিষিদ্ধ ‘কাফ সিরাপ’ উদ্ধার অভিযানে যেতেই পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। যদিও দু’জন দুষ্কৃতীকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। ধৃত দু’জনের নাম বরুণ মণ্ডল ও উমাকান্ত টোলা। দুষ্কৃতীদের কাছ থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপনে খবর আসে কালিয়াচকের গোলাপগঞ্জের সাহিলাপুর এলাকা থেকে প্রচুর পরিমাণে নিষিদ্ধ ‘কাফ সিরাপ’ পাচারের পরিকল্পনা হচ্ছে। বৃস্পতিবার দুপুরে ওই এলাকায় অভিযানে নামে কালিয়াচক থানার পুলিশ। পুলিশ সেখানে যেতেই তাদের দিকে তাক করে দুষ্কৃতীরা গুলি ছোড়ে। জায়গাটি ততক্ষণে ঘিরে ফেলেছিল পুলিশ।

    দু’জন দুষ্কৃতী হাতেনাতে ধরা পড়ে। দু’জনেরই বাড়ি কালিয়াচক থানা এলাকায়। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ১০০ বোতল ফেনসিডিল কাফ সিরাপ। এছাড়াও, একটি সেভেন এমএম পিস্তুল, দুটি কার্তুজ, একটি ম্যাগাজিন ও একটি কার্তুজের ফাঁকা খোল উদ্ধার করেছে পুলিশ। কালিয়াচক থানার আইসি সুমন রায়চৌধুরী বলেন, ‘আমরা আজকে অভিযুক্তদের জেলা আদালতে পেশ করেছি। ধৃতদের পুলিশি হেফাজতের জন্য আবেদন করা হবে। গোটা ঘটনার তদন্ত হচ্ছে।’

    জানা গিয়েছে, গোলাপগঞ্জের সাহিলাপুর ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা। সীমান্ত এলাকা দিয়ে নিষিদ্ধ কাফ সিরাপ-সহ নানা মাদক দ্রব্য পাচার হয় মাঝেইমধ্যেই। এই সব পাচারকারীদের হাতে অস্ত্র কী করে এল, তা তদন্ত করে দেখছে পুলিশ। এদের সঙ্গে আর কেউ যুক্ত আছে কি না সে ব্যাপারে তদন্ত হচ্ছে।

  • Link to this news (এই সময়)