• কার্শিয়াঙের ডাওহিলে ফের দেখা মিলল ব্ল্যাক প্যান্থারের
    এই সময় | ২৩ জানুয়ারি ২০২৫
  • ফের পাহাড়ি রাস্তায় দেখা গেল ব্ল্যাক প্যান্থার। গায়ে নিকষ কালো রং, জ্বল জ্বল করছে চোখ, মানুষের পায়ের আওয়াজ পেয়েই লুকিয়ে পড়ল ঘন জঙ্গলে। কার্শিয়াঙের ডাওহিল এলাকায় চিমনি ও বাগোরার মাঝে এই ব্ল্যাক প্যান্থারটি দেখতে পান কয়েকজন পথচারী। লোকজনের পায়ের আওয়াজ পেয়ে কয়েক সেকেন্ডের মধ্যেই তা ঢুকে পড়ে জঙ্গলে। কিন্তু ততক্ষণে সেই দৃশ্য রেকর্ড হয়ে গিয়েছে স্মার্টফোনে। এই ভিডিয়ো দেখে রীতিমতো আপ্লুত নেটিজেনরা।

    এই প্রথম নয়, গত বছর জুন মাসেও কার্শিয়াং থেকে মাত্র ৮ কিলোমিটার দূরে চিমনি এলাকায় দেখা গিয়েছিল ব্ল্যাক প্যান্থার। এক গাড়ি চালকের সামনে তা চলে এসেছিল সে। সেই দৃশ্যও ক্যামেরাবন্দি হয়েছিল। স্থানীয়দের দাবি, ওই ব্ল্যাক প্যান্থার এখানকারই বাসিন্দা।

    এ প্রসঙ্গে কার্শিয়াঙের ডিএফও দেবেশ পান্ডে বলেন, ‘ডাওহিল বনাঞ্চলে নানা পাহাড়ি পশুপাখি রয়েছে। একটি ব্ল্যাক প্যান্থারকে মাঝেমধ্যে রাস্তা পারাপার করতে দেখা যায়।’ সম্ভবত, খাবারের খোঁজে ব্ল্যাক প্যান্থারটি রাস্তার উপরে চলে এসেছিল।

    এর আগে ২০২০ সালে মিরিকের ওকাইতি চা-বাগান সংলগ্ন এলাকায় রাস্তা পারাপার করার সময়ে একটি ব্ল্যাক প্যান্থার দেখা গিয়েছিল। ২০২২ সালে বক্সার জঙ্গল এবং জয়ন্তীতে দেখা গিয়েছিল ব্ল্যাক প্যান্থার। তবে মিরিক, কার্শিয়াং, মহানন্দা অভয়ারণ্যে ব্ল্যাক প্যান্থারের দেখা পাওয়া গিয়েছে আগেও। সাধারণ পর্যটক এই ধরনের কোনও দৃশ্য দেখার জন্য মুখিয়ে থাকেন। কিন্তু সেই সুযোগ অনেকেরই হয় না। ফলে ব্ল্যাক প্যান্থারের ভাইরাল ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেলেছে।

  • Link to this news (এই সময়)