• নিজেদের বিধানসভাতেই শূন্য পেল বিজেপি, সমবায়ের সব আসনে জয় তৃণমূলের
    এই সময় | ২৪ জানুয়ারি ২০২৫
  • কাঁথি সমবায় নির্বাচনে বিপুল জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। এ বার কাঁথির দেশপ্রাণ ব্লকের বাঁকিপুট সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনেও সব আসনে জয় পেল তৃণমূল কংগ্রেস। শূন্য হাতে ফিরতে হলো বিজেপিকে। 

    পূর্ব মেদিনীপুর জেলার দেশপ্রাণ ব্লকের বাঁকিপুট সমবায় কৃষি উন্নয়ন সমিতির মোট আসন সংখ্যা ছিল ৪২টি। নির্বাচনে সবক’টি আসন জয় করে তৃণমূল। সকাল থেকেই সমবায় নির্বাচনকে কেন্দ্র করে ছিল টানটান উত্তেজনা। সমবায়টি উত্তর কাঁথি বিধানসভার অন্তর্গত। যা বর্তমানে বিজেপির দখলে। লোকসভা নির্বাচনেও ওই বিধানসভা এলাকায় এগিয়েছিল বিজেপি। ফলে বিজেপির শক্ত ঘাঁটিতে বড়সড় জয়ের শিরোপা ছিনিয়ে নিল তৃণমূল।

    বৃহস্পতিবার বিকেলে সকল প্রার্থীদের জয়ের খবরে আসতেই উচ্ছ্বাসে মেতে ওঠেন নেতাকর্মীরা। এই সমবায় দারিয়াপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত। যা বর্তমানে তৃণমূলের দখলে। সমবায় আগেও তৃণমূলের দখলে ছিল। ফলে ফের বিপুল জয়ে বাড়তি অক্সিজেন পেল তৃণমূল। গত এক বছর আগে এই সমবায়ের মেয়াদ শেষ হয়। এর পর নির্বাচন ঘোষণা হতেই মনোনয়ন পর্বে তৃণমূল বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২৪টি আসনে জয়লাভ করে। 

    বৃহস্পতিবার বাকি ১৮টি আসনে নির্বাচন হয়। সেখানেও সবক’টি আসন জিতেছে তৃণমূল। এই সমবায়ের মোট ভোটার সংখ্যা ২০১৮টি। মোট ৮৫ শতাংশ ভোট পড়েছে। এদিন বিকেলে জয়ী প্রার্থীদের অভিনন্দন জানাতে উপস্থিত হন জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক তথা মৎস্য কর্মাধ্যক্ষ তরুণ জানা, দেশপ্রাণ পঞ্চায়েত সমিতির সভাপতি অমলেন্দু জানা ও স্থানীয় অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি দীপক গিরি-সহ অন্যান্যরা। 

    জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক তরুণ জানা বলেন, ‘প্রমাণিত হয়ে গেল মানুষ তৃণমূলের কাজে সন্তুষ্ট। বিজেপির দ্বারা উন্নয়ন সম্ভব নয়। এই সমবায় ভোটে যে ভাবে মানুষ দু’হাত ভরে আমাদের ভোট দিয়েছেন তাতে আগামী দিনে বিরোধীদের আর খুঁজে পাওয়া যাবে না।’

  • Link to this news (এই সময়)