• বেঙ্গল এসটিএফের সাফল্য, মালদায় বাজেয়াপ্ত দেড় কোটির কাশির ওষুধ, গ্রেপ্তার চার পাচারকারী...
    আজকাল | ২৪ জানুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: গোপন সূত্রে খবর পেয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ কাশির ওষুধ বাজেয়াপ্ত করল বেঙ্গল এসটিএফের মালদা শাখা। গত মঙ্গলবার মালদার গাজোল থানা এলাকায় প্রায় দেড় কোটি টাকা মূল্যের কাশির ওষুধ বাজেয়াপ্ত করা হয়। এই ঘটনায় চার জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক করা হয়েছে একটি ট্রাক এবং একটি বোলেরো গাড়িকে। 

    এসটিএফ সূত্রে খবর, মঙ্গলবার গোপন সূত্রে খবর পেয়ে গাজল থানার দেওতলাতে একটি ট্রাক এবং একটি বোলেরা গাড়িকে আটক করা হয়। গাড়ি দু'টিতে তল্লাশি চালিয়ে ২০ হাজার শিশি নিষিদ্ধ কাশির ওষুধ ফেনসেডিল উদ্ধার হয়। সেগুলির বাজার মূল্য দেড় কোটি টাকারও বেশি। শিশিগুলিকে বাজেয়াপ্ত করা হয়েছে। চার জন আন্তঃরাজ্য পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। 

    এসটিএফ জানিয়েছে, ধৃতদের নাম জিয়াউল হক (২৩), মনিরুল জমাদার (৩৬), আরিফুল ইসলাম (২৫) এবং তমাল বর্মন (৩০)। চার জনের মধ্যে জিয়াউলের বাড়ি উত্তরপ্রদেশের হাপুর-এ। বাকি তিন জন দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের বাসিন্দা। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা জানতে পেরেছেন, উত্তরপ্রদেশ থেকে ওই নিষিদ্ধ ওষুধের শিশিগুলি পাচারের উদ্দেশ্যে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে নিয়ে যাওয়া হচ্ছিল। ধৃতদের বিরুদ্ধে গাজল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। এই চক্রে আর কেউ জড়িত আছে কি না তাঁর খোঁজ শুরু হয়েছে। 
  • Link to this news (আজকাল)