• বহু ইতিহাসের সাক্ষী, প্রাচীন চন্দননগর কলেজের ছবি সহযোগে বিশেষ খাম প্রকাশ করল ডাকবিভাগ
    আজকাল | ২৪ জানুয়ারি ২০২৫
  • মিল্টন সেন, হুগলি: সাড়ম্বরে প্রকাশিত হল শতাব্দী প্রাচীন চন্দননগর কলেজের ছবি সহ একটি বিশেষ খাম। কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রকের অধীনস্থ ভারতীয় ডাকবিভাগ প্রাচীন এই কলেজকে সম্মান জানাতে এই উদ্যোগ গ্রহণ করে। বৃহস্পতিবার কলেজের হেরিটেজ বিল্ডিংয়ের অডিটোরিয়াম হলে ডাকবিভাগের সহযোগিতায় চন্দননগর কলেজের তরফে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে স্পেশাল খামের উদ্বোধন করেন চন্দনগরের মেয়র রাম চক্রবর্তী, ডেপুটি মেয়র শ্রীমুন্না আগরওয়াল, দক্ষিণবঙ্গের ডাকবিভাগের অধিকর্তা শ্রীঋজু গাঙ্গুলি এবং হুগলি জেলা ডাকবিভাগের অধীক্ষক দেবরাজ শেঠি, চন্দননগর কলেজের অধ্যক্ষ দেবাশীষ সরকার। পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের মধ্যে শতাব্দী প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে অন্যতম চন্দননগর গভঃ কলেজ। বর্তমানে যে প্রতিষ্ঠান চন্দননগর ডুপ্লে কলেজ নামেই খ্যাত। ১৮৫২ সালে প্রতিষ্ঠিত এই কলেজ। ২০১০ সালে পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন দ্বারা 'হেরিটেজ বিল্ডিং'-এর মান্যতা অর্জন করেছে। স্বাধীনতা সংগ্রামের বহু ইতিহাসের সাক্ষী এই কলেজ। সেই সমস্ত বিখ্যাত বিপ্লবীদের নানা স্মৃতি সমৃদ্ধ 'চন্দননগর কলেজ মিউজিয়াম'টিও খুব অল্পদিনের মধ্যেই দেশ-বিদেশের পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করেছে। পঠনপাঠন সহ সার্বিক মূল্যায়নের নিরিখেও সম্প্রতি সর্বভারতীয় স্তরে চন্দননগর কলেজের সুনাম অক্ষুণ্ন। ন্যাক-এর মূল্যায়নে এই কলেজ গ্রেড এ+ অর্জন করেছে। 

    উদ্বোধনী অনুষ্ঠানে চন্দননগরের ডেপুটি মেয়র জানিয়েছেন, চন্দননগর শহরের বিভিন্ন প্রান্তে বহু ইতিহাস লুকিয়ে রয়েছে। আমার সাধারণত নিজের শহর ছেড়ে ইতিহাস জানতে অন্যত্র ঘুরে বেড়াই। অথচ এখানেই জানার অনেক কিছু রয়েছে। ইতিহাস সমৃদ্ধ চন্দননগরের নাম সারা বিশ্বের দরবারে প্রসিদ্ধ। কলকাতা সংলগ্ন একাধিক জেলা তথা বিভিন্ন এলাকার মানুষ দেশে বিদেশে গিয়ে কলকাতার পরিচয় দিতে থাকেন। একমাত্র চন্দননগর এমন একটি জায়গা যেখানকার বাসিন্দারা নিজেদের চন্দননগরের বাসিন্দা হিসেবেই পরিচয় দিয়ে থাকেন। এটাই চন্দননগর।

    ভারতীয় ডাক বিভাগের প্রশংসা করে কলেজের অধ্যক্ষ দেবাশীষ সরকার বলেন, ভারতীয় ডাকবিভাগকে অনেক ধন্যবাদ। কারণ তাঁর ডিজাইন করা এই খাম ডাক বিভাগ মান্যতা দিয়েছে। দেবাশীষ বাবু অনুরোধ করেন খাম হল, এবার ভারত সরকারের ডাক বিভাগ যাতে কলেজের ছবি স্ট্যাম্প আকারে প্রকাশ করে। অনুষ্ঠানে বক্তব্য প্রসঙ্গে দক্ষিণ বঙ্গের ডাকবিভাগের অধিকর্তা ঋজু গাঙ্গুলি জানিয়েছেন, একটি বিশেষ প্রতিষ্ঠানে বিশেষ দিনে বিশেষ মুহূর্তে স্পেশাল খামের উদ্বোধনী অনুষ্ঠানে শরিক হতে পেরে তিনি গর্বিত। 

    ছবি পার্থ রাহা।
  • Link to this news (আজকাল)