• বাঁশ বোঝাই ট্রাক আটকে বিদেশি সিগারেট পাচারের চেষ্টা, বড়সড় সাফল্য বানারহাট পুলিশের...
    আজকাল | ২৪ জানুয়ারি ২০২৫
  • অতীশ সেন: বাঁশ বোঝাই ট্রাক আটকে তল্লাশি চালানোর সময় বড়সড় সাফল্য বানারহাট থানার পুলিশের। জাতীয় সড়কের ওপর ট্রাক আটকে তল্লাশি চালাতেই উদ্ধার প্রায় ২৫ হাজার প্যাকেট বিদেশি ব্র্যান্ডের সিগারেট। উল্লেখ্য, গত ১২ জানুয়ারি রাতে জাতীয় সড়কেই একটি বাঁশ বোঝাই কন্টেনার আটকে ৫০ বাক্স বিদেশি সিগারেট আটক করেছিল বানারহাট থানার পুলিশ। গ্রেপ্তার করা হয়েছিল গাড়ির চালক ও খালাসিকে।

    জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে গয়েরকাটা ও তেলিপাড়ার মধ্যবর্তী আম্বাডিপা এলাকায় এশিয়ান হাইওয়ে দিয়ে চলা হরিয়ানার রেজিষ্ট্রেশন নম্বর যুক্ত একটি ট্রাক আটকে পুলিশ তল্লাশি চালু করে। ট্রাকে থাকা বাঁশ নামিয়ে তল্লাশি চালাতেই ট্রাকের ভেতরের গোপন কুঠুরিতে রাখা ৫০ বাক্স বিদেশি সিগারেট ধরা পড়ে। প্রতিটি বাক্সে ২৫টি করে সিগারেটের বড় প্যাকেট রাখা ছিল। আর এই প্রতিটি প্যাকেটে ছিল বিদেশি সিগারেটের ২০টির বাক্স।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ কোরিয়ায় তৈরি এই সিগারেট বেআইনি ভাবে মায়ানমার সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করে। তারপর তা অসম হয়ে হরিয়ানায় নিয়ে যাওয়া হচ্ছিল। পুলিশের চেকিং দেখেই ড্রাইভার গাড়ি দাঁড় করিয়ে পালিয়ে যায়। পলাতক ড্রাইভার ও খালাসির খোঁজে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। স্বতপ্রণোদিত মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
  • Link to this news (আজকাল)