• কুচকুচে কালো প্রাণী, জ্বলজ্বল করছে চোখ দু’ খানি, কে সে? দেখা মিলতেই ব্যাপক আতঙ্ক কার্শিয়াংয়ে ...
    আজকাল | ২৪ জানুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: একের ঘন কুয়াশা। ঠিক করে দেখা যায় না কিছু। তার মাঝেই কার্শিয়ং-এর ছমছমে রাস্তায় জঙ্গল থেকে মুখ বের করে এক নজরে চেয়ে রয়েছে একটি কুচকুচে কালো প্রাণী। জ্বলজ্বল করছে শুধু মাত্র দুটি চোখ। কার্শিয়াং ডিভিশনের অধীনস্থ চিমনি থেকে বাগোরা যাওয়ার রাস্তায় এই কুচকুচে কালো প্রাণীকে দেখতে পেয়ে তাঁর ছবি ক্যামেরাবন্দী করেন গাড়ির চালক। পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও পোস্ট করলে নিমিষেই ভাইরাল হয়ে যায় তা। 

    কেউ কেউ বলেন ব্ল্যাক প্যান্থার, নাম শুনেই ব্যাপক বলে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে। তবে আদতেও সেটি ব্ল্যাক প্যান্থার কিনা তা নিয়ে মতানৈক্য ছিলই শুরু থেকে। প্রসঙ্গে কার্শিয়াং বন বিভাগের ডিএফও দেবেশ পান্ডে জানান, স্থানীয়দের মধ্যে ব্ল্যাক প্যান্থার বলে আতঙ্ক সৃষ্টি হলেও আদতে এটি ব্ল্যাক প্যান্থার নয়। ব্ল্যাক প্যান্থার ভারতে দেখা যায় না, মূলত দক্ষিণ আমেরিকায় দেখা যায় । 

    তিনি জানান, এটি ম্যালানিস্টিক লেপার্ড (Melanistic Leopard), যাকে কালো চিতাবাঘ বলা হয়। স্থানীয় চিতাবাঘেরই একটি প্রজাতি । স্বভাবগত লাজুক হয় এই কালো চিতাবাঘ। তবে সচরাচর আক্রমণাত্মক হয়ে ওঠে না এই প্রজাতির চিতাবাঘ। কার্শিয়াং ডিভিশনের জঙ্গলে এক এর অধিক এই কালো চিতাবাঘ রয়েছে । স্থানীয়দের সচেতন করতে ডিএফও একটি ভিডিও বার্তা দেন যেখানে তিনি জানান, খুব ভোরে অথবা সন্ধের পর একা জঙ্গল বেষ্টিত এলাকাগুলিতে না যাওয়ার জন্য পাশাপাশি জঙ্গলের পাশে আবর্জনা না ফেলার জন্য । তবে এই কালো চিতা বাঘটিকে ওই এলাকায় দেখার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।
  • Link to this news (আজকাল)