• কালিয়াচকে কেলেঙ্কারি, অভিযানের শুরুতেই পুলিশকে লক্ষ্য করে গুলি মারার অভিযোগ! গ্রেপ্তার ২ ...
    আজকাল | ২৪ জানুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: বেআইনি মাদক কাফ সিরাফ উদ্ধার করতে গিয়ে আক্রান্ত পুলিশ। অভিযোগ, উর্দিধারীদের লক্ষ্য করে গুলিও ছোড়া হয়। যদিও এই ঘটনায় কোনও পুলিশকর্মী আহত হয়নি। ঘটনার তদন্তে নেমে দু'জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার সাইলাপুর গ্রামে। শুরু হয়েছে তদন্ত। 

    পুলিশ সুত্রে জানা গিয়েছে, ধৃতদের মধ্য়ে এক জনের নাম বরুন মণ্ডল। তাঁর বাড়ি উমাকান্ত টোলার জানুটোলা এলাকায়। অপর ধৃত মিঠুন শেখ, তাঁর বাড়ি দক্ষিণ কদমতলায়। ওই দুই জায়গাই কালিয়াচক থানা এলাকায়।

    গোপন সুত্রে খবর পেয়ে পুলিশ সাইলাপুর এলাকায় অভিযান চালায়। অভিযোগ, সেখানে যেতেই পুলিশকে লক্ষ করে গুলি ছুঁড়তে শুরু করে। ফলে পুলিশ সেখান থেকে চলে যায়। এরপর পুলিশ ফের ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে দু'জনকে গ্রেফতার করেছে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে  ১০০ বোতল ফেনসিডিল কাফসিরাপ, একটি সেভেন এমএম পিস্তল, দু'টি কার্তুজ, একটি ম্যাগাজিন ও একটি কার্তুজের খোল। ধৃতদের গোলাপগঞ্জের সাহিলাপুর থেকে গ্রেপ্তার করে পুলিশ।  

    দক্ষিন মালদা জেলা বিজেপির সাধারণ সম্পাদক অম্লান ভাদুড়ীর দাবি, পুলিশকে লক্ষ্য করে দুস্কৃতিরা গুলি ছুড়ছে। জেলায় যে কোনও আইন শৃঙ্খলা নেই। এ দিনের ঘটনাই তার প্রমান। আমাদের প্রশ্ন জেলায় এত আগ্নেয়াস্ত্র  আসছে কোথা থেকে। শাসকের মদতে এই সব আসছে। আর জেলায় দুস্কৃতিরাজ বাড়ছে। এই সব অবিলম্বে বন্ধ করতে হবে।   

    জেলা তৃণমূলের মুখপাত্র আশীস কুণ্ডুর কথায়, এই রাজ্যে আইনের শাসন আছে বলেই পুলিশের ওপর হামলার পর দুষ্কৃতী গ্রেফতারহয়েছে। বিজেপি শাসিত রাজ্যের কেচ্ছা হচ্ছে সেই সব কোথায় চাপা পরছে। তাই বিজেপির এই সব কথা বলার আগে ভাবতে হবে।
  • Link to this news (আজকাল)