• হিন্দমোটরে রক্তদান শিবির, সহায়তায় টেকনো গ্লোবাল হাসপাতাল
    আজকাল | ২৪ জানুয়ারি ২০২৫
  • মিলটন সেন: নেতাজি সুভাষ চন্দ্র বোসের জন্ম দিনে রক্তদান। বৃহস্পতিবার কানাইয়া লাইফ কেয়ার মেডিসিনের উদ্যোগে টেকনো গ্লোবাল হাসপাতাল সহায়তায় হিন্দমোটর জনতা সরণী এলাকায় দিনেন স্মৃতি ভবনে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। 

    জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পতাকা উত্তোলন করেন স্থানীয় প্রবীণ নাগরিক প্রফেসর চিত্তরঞ্জন চক্রবর্তী। 

    এ দিন হিন্দমোটর দেবাই পুকুর এলাকার অনাথ আশ্রমের শিশুদের মধ্যে ফল বিতরণ করা হয়।
  • Link to this news (আজকাল)