• ঠাকুরপুকুরে মহিলার নলিকাটা দেহ-মুখে কাপড় বাঁধা, অভিজাত আবাসনে 'খুন'
    আজ তক | ২৪ জানুয়ারি ২০২৫
  • ঠাকুরপুকুরে বন্ধ ঘর থেকে উদ্ধার হল মহিলার ক্ষতবিক্ষত দেহ। যার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ঠাকুরপুকুরের ডায়মন্ড পার্ক এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে হরিদেবপুর থানার পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই তরুণীকে খুন করা হয়েছে। তাঁর সঙ্গীর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

    জানা গেছে, ভাড়া নিয়ে ঠাকুরপুকুরের অভিজাত এলাকায় এসেছিলেন মহিলা। ঠিক তার পরেরদিনই ভাড়া বাড়ির ঘর থেকে উদ্ধার মহিলার গলার নলি কাটা দেহ। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, বুধবারই ওই আবাসনে ভাড়া আসেন ওই মহিলা। যেহেতু এলাকায় নতুন, তাই তাঁর পরিচয় জানাতে পারছেন না। কী কারণে এই খুনের ঘটনা, এখনও জানা যায়নি। 

    এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ঘরের মেঝেতে পড়েছিল ওই মহিলার দেহ। পিছমোড়া করে বাঁধা দুটি হাত। মুখেও কাপড় বাঁধা। গলা কাটা। দেহের একাধিক জায়গায় ধারাল অস্ত্রের চিহ্ন। যা থেকে স্পষ্ট, তরুণীকে নৃশংসভাবে খুন করা হয়েছে। কিন্তু কী কারণে খুন, তা স্পষ্ট নয়।

    প্রতিবেশীরা জানিয়েছিলেন, অনুমান ওই মহিলার বয়স বছর চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ হবে। পুলিশ জানিয়েছে, মহিলার গায়ে একাধিক ধারাল অস্ত্রের কোপ রয়েছে। গোটা এলাকা ঘিরে রেখেছে পুলিশ। ঘটনাস্থলে এসে পৌঁছেছেন পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা। কার মারফত তিনি এই বাড়িতে ভাড়া এসেছেন, সেই জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। মহিলার পরিচয় জানলে, তবেই খুনের মোটিভ স্পষ্ট হবে বলে জানাচ্ছেন তাঁরা।

     
  • Link to this news (আজ তক)