• বেআইনি নির্মাণে বুলডোজার, আদালতের নির্দেশ মেনে হালিশহরে ভাঙা পড়ল হোটেলের একাংশ
    প্রতিদিন | ২৪ জানুয়ারি ২০২৫
  • অর্ণব দাস, বারাকপুর: আদালতের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন। বৃহস্পতিবার হালিশহরে বেআইনিভাবে নির্মিত হোটেলের অংশ ভেঙে ফেলল পুরসভা। ঘোষপাড়া রোড লাগোয়া হালিশহর পুরসভার ১ নম্বর ওয়ার্ডের বাগমোড় সংলগ্ন বেআইনি নির্মাণটি ভাঙার সময় উপস্থিত ছিলেন পুলিশ ও পুরসভার অধিকারিকরা। একটি হোটেলের কিছুটা অংশ নিয়ম বহির্ভূতভাবে তৈরি হয়েছিল বলে অভিযোগ ওঠায় তা ভেঙে ফেলা হল বুলডোজার চালিয়ে। পুরসভার এই পদক্ষেপে খুশি স্থানীয়রা।

    পুরসভা সূত্রে জানা গিয়েছে, হালিশহরের বাগমোড় সংলগ্ন একটি পুরনো হোটেল সংস্কারের সময় পুরসভার থেকে প্রাথমিক অনুমতি নেওয়া হয়েছিল, তবে রিভাইস প্ল্যানের অনুমতি নেওয়া হয়নি। হোটেলটিতে দুটি বিল্ডিং রয়েছে। বিল্ডিং দুটি সংযোগ করার জন্যও পুরসভার থেকে অনুমতি নেওয়া হয়নি বলেও অভিযোগ। এনিয়ে পুরসভার তরফে একাধিকবার নোটিস পাঠানো হলেও তাতে কোনও জবাব দেয়নি কর্তৃপক্ষ। উলটে তারা কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়।

    কিন্তু উচ্চ আদালতে হোটেল কর্তৃপক্ষের পরাজয় হয়। বেআইনি নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়। বুধবার হালিশহর পুরসভার তরফে সকালে অবৈধ নির্মাণের অংশ ভেঙে দেওয়া হবে বলে নোটিস দেওয়া হয়। সেইমত বৃহস্পতিবার বেআইনি নির্মাণে বুলডোজার চালায় পুরসভা। এ বিষয়ে স্থানীয় বিধায়ক সুবোধ অধিকারী বলেন, ”উচ্চ আদালতের নির্দেশ পালন করেছে পুরসভা। পুর আইন মেনে অবৈধ অংশ ভেঙে দেওয়া হল। তবে এর আগে হোটেল কর্তৃপক্ষকে পুরসভার তরফে নোটিসও দেওয়া হয়েছিল।”

    উল্লেখ্য, রাজ্যজুড়ে অবৈধ নির্মাণ নিয়ে সম্প্রতি কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানেই নিয়ম বহির্ভূতভাবে নির্মাণ হয়েছে, তা অবিলম্বে ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন তিনি। তাঁর নির্দেশমতো জেলায় জেলায় অভিযান চালিয়ে তা খুঁজে দেখছে প্রশাসন। প্রয়োজনমতো বুলডোজার চালিয়ে ভেঙেও ফেলা হচ্ছে। হালিশহরেও তেমনই হল। 
  • Link to this news (প্রতিদিন)