প্রশ্নফাঁসে আর জি করের চিকিৎসকরাই? ‘ভাইরাল চিঠি’র উৎস নিয়ে তীব্র বিতর্ক
প্রতিদিন | ২৪ জানুয়ারি ২০২৫
রমেন দাস: ডাক্তারি পরীক্ষার প্রশ্নফাঁসে জড়িত চিকিৎসকরাই? ফের শিরোনামে আর জি কর হাসপাতাল। প্রশ্ন নিয়ে বিতর্কে নাম জড়িয়েছে হাসপাতালের চিকিৎসক তাপস প্রামাণিক, নীলাঞ্জন ঘোষের! কিন্তু কী হয়েছে আসলে? দাবি, বৃহস্পতিবার হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়ে একটি চিঠি। যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে লেখা রয়েছে, সাম্প্রতিক একটি পরীক্ষায় ওই দুই চিকিৎসক প্রশ্নফাঁস করেছেন। ওই চিঠিতে অভিযোগ, পরীক্ষার সময় বেনিয়মে জড়িত তাঁরা। শুধু চিকিৎসকরাই নন, ওই চিঠিতে নাম রয়েছে একাধিকের।
কিন্তু ‘ভাইরাল’ ওই চিঠি প্রকাশ্যে আসার পরেই তীব্র হয়েছে বিতর্ক। চিঠির নিচে রয়েছে শুধুই ‘জুনিয়র চিকিৎসক’ লেখা। তাহলে কে বা কারা লিখলেন চিঠি? আদৌ মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছেছে ওই অভিযোগপত্র, প্রশ্ন তুলেছেন আন্দোলনরত চিকিৎসকদের একটা বড় অংশ।
যদিও ‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস্ অ্যাসোসিয়েশনে’র (WBJDA) মুখপাত্র শ্রীশ চক্রবর্তীর দাবি, ‘‘ওই চিঠি আমাদের তরফে লেখা হয়নি। কারা লিখেছেন সেই বিষয়ে বলতে পারব না। তবে যদি পরীক্ষায় এমন বেনিয়ম, প্রশ্নফাঁসের অভিযোগ থাকে, তাহলে সেই ঘটনার উপযুক্ত তদন্ত অবশ্যই প্রয়োজন।’’