ফের সরকারি হাসপাতালে ভাঙচুরের অভিযোগ। হাসপাতাল কর্মীদের মারধর করার অভিযোগ উঠেছে রোগীর আত্মীয়দের বিরুদ্ধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে আহত পুলিশ কর্মীরাও। বৃহস্পতিবার রাতের ঘটনায় উত্তেজনা বর্ধমানের সুপার স্পেশালিটি উইং হাসপাতালে। ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ।
হাসপাতালের সূত্রে জানা গিয়েছে, একজন যুবক পায়ে চোট নিয়ে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসা চলাকালীন রোগীর সঙ্গে থাকা কয়েকজন চিকিৎসা পরিষেবা নিয়ে উষ্মা প্রকাশ করেন। হাসপাতালে কর্তব্যরত পুলিশ কর্মীরা তাঁদের বোঝানোর চেষ্টা করেন। কিন্তু বেপরোয়া লোকজন চড়াও হন হাসপাতালের চিকিৎসকদের উপর।
ডাক্তারদের বাঁচাতে গেলে হাসপাতালের কর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ। ঝামেলার মাঝে ১জন কনস্টেবল ও ৪ জন পুলিশের টিএইচজি কর্মী জখম হয়েছেন। একজন পুলিশ কনস্টেবল হাসপাতালে ভর্তি আছেন। শক্তিগড় থানার বিশাল পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। ঘটনাস্থলে যান জেলার অতিরিক্ত পুলিশ সুপার অর্ক বন্দ্যোপাধ্যায়।
হাসপাতাল সুপার শকুন্তলা সরকার বলেন, ‘ওই রোগীর চিকিৎসা চলছিল। এর মাঝেই রোগীর পরিবারের কয়েকজন সদস্য ক্ষুব্ধ হয়ে যান। হাসপাতালের কর্মীরা বোঝানোর চেষ্টা করলেও তাঁদের থামানো যায়নি। তাঁরা ভাঙচুর করেন। চিকিৎসকদের ধাক্কা দেন। একজন পুলিশ কর্মী আহত হয়েছেন।’