এই সময়, জলপাইগুড়ি: জলপাইগুড়িতেই তৈরি হয়েছিল সুভাষচন্দ্র বোসের প্রথম মর্মর মূর্তি। দেশের প্রথম নেতাজি মূর্তি সংরক্ষণের উদ্যোগ নিল উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর। বৃহস্পতিবার তাঁর জন্মদিনে এই খবর জানায় জলপাইগুড়ির নেতাজি সুভাষ ফাউন্ডেশন। ফাউন্ডেশনে থাকা আজাদ হিন্দ ফৌজের চিতাভষ্ম রাখার জায়গাটিও মানুষের সামনে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন, ‘এই কাজের জন্য ফেব্রুয়ারির মধ্যে টেন্ডার প্রক্রিয়া শেষ করে কাজ শুরু হবে।’
১৯৪৭ সালে এই মূর্তি তৈরির কাজ শুরু করেছিলেন স্বাধীনতা সংগ্রামী সতীশচন্দ্র কবিরাজ এবং তার সহকর্মীরা। ১৯৫১ সালের ২৩ জানুয়ারি জলপাইগুড়ি শহরের করলা সেতু সংলগ্ন এলাকায় নেতাজির ৫৪তম জন্মদিনে সেই ব্রোঞ্জের মুৃর্তি স্থাপন করে ইতিহাস গড়েছিলেন তাঁরা। বর্তমানে মুর্তিটি রাখা হয়েছে নেতাজি সুভাষ ফাউন্ডেশনে। প্রতি বছরের মতো এবারেও এই মুর্তিতেও শ্রদ্ধা জানানোর পাশাপাশি জন্মদিবসে নেতাজিকে স্মরণ করা হয়।
ফাউন্ডেশনের সম্পাদক তথা জলপাইগুড়ির প্রাক্তন বিধায়ক গোবিন্দ রায় বলেন, ‘১৯৬৮ সালের তিস্তার বন্যা এবং ১৯৭১–এ নকশাল আন্দোলনের সময় মুর্তিটি ক্ষতিগ্রস্থ হয়েছিল। পরে পুরসভার তরফে মূর্তিটি সংস্কার করা হয়। ২০০৭ সালে নেতাজি সুভাষ ফাউন্ডেশন তৈরি হওয়ার পর সেটি এখানে এনে রাখা হয়েছে।’ উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর জানিয়েছে, মূর্তিটি সংরক্ষণের জন্য কাঁচের বক্স তৈরি–সহ রক্ষণাবেক্ষণের যা ব্যবস্থা প্রয়োজন সেই সমস্ত ব্যবস্থা তারা করবে।