• ‘লা–পাতা’, লালু-টাকলুর টক্করে ভয়েই থাকে ট্যাংরা
    এই সময় | ২৪ জানুয়ারি ২০২৫
  • এই সময়: ট্যাংরার ক্রিস্টোফার রোডের হেলে পড়া দুই বাড়ির প্রোমোটারকে খুঁজছে পুরসভা এবং পুলিশ। অথচ খোঁজ নাকি মিলছে না! বেআইনি নির্মাণের অভিযোগ ওঠার পর থেকেই তাঁরা বেপাত্তা। বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত তাঁদের খোঁজ মেলেনি। যে দু’জনের খোঁজ চলছে, তাঁদের একজন নির্মিত বাড়ির প্রোমোটার ড্যানিয়েল লি ওরফে লালু।

    অন্য জন নির্মীয়মাণ বাড়ির প্রোমোটার সুরজিৎ মান্না ওরফে টাকলু। শাসকদল তৃণমূলের স্থানীয় এক নেতার ইঙ্গিতপূর্ণ মন্তব্য, ‘দু’জনের ঠিক পটে না।’ তাঁদের নাম আবার মুখে আনতেও আড়ষ্ট এলাকাবাসী। হেলে পড়া বাড়ির সমস্যা মিটলে দুই প্রোমোটার এলাকায় ফেরার পরে কী পরিস্থিতি হবে, তা নিয়েও চিন্তিত ক্রিস্টোফার রোডের বাসিন্দারা। স্থানীয় বাসিন্দার মন্তব্য, ‘এখানে সবাই সব কিছু জানে। তাই কারও নাম ধরে কিছু বলার দরকার নেই। পরে ঠ্যালা সামলানো যাবে না।’

    এলাকায় গিয়ে দেখা যায়, হেলে পড়া নির্মীয়মাণ বাড়ির সামনে রাস্তার উপরে বালির স্তূপ। স্থানীয়দের একজন তা দেখিয়ে বলেন, ‘হেলে পড়ার পরেও নির্মীয়মাণ বাড়িতে কাজ হবে বলে বুধবার রাতেও বালি ফেলে গিয়েছে সাপ্লায়াররা।’

    এলাকার একাধিক বাসিন্দা জানান, লালু ও টাকলুর মধ্যে টক্কর পুরোনো। ড্যানিয়েল লি ওরফে লালু অনেক দিন ধরে প্রোমোটারি করছেন। এলাকায় অনেক বাড়িই ডেভলপ করেছেন। আর সুরজিৎ ওরফে টাকলু বছর পাঁচেক হলো ব্যবসায় নেমেছেন। সেই থেকেই দু’জনের টক্করে মাঝেমধ্যে তেতে ওঠে এলাকা।

  • Link to this news (এই সময়)