আজকাল ওয়েবডেস্ক: শুভেন্দু অধিকারীর জেলায় সমবায় সমিতিতে আবার ধাক্কা খেল বিজেপি। ৪২ আসনের সবকটিতেই জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা। সবুজ আবির মেখে বিজয় উল্লাস মেতে ওঠেন তৃণমূল কর্মীরা। পূর্ব মেদিনীপুরের কাঁথির দারিয়াপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাঁকিপুট সমবায় নির্বাচনে তৃণমূল কংগ্রেস নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়। ৪২টি আসনের সবকটিতেই জেতে ঘাসফুল শিবির। শুভেন্দুর গড়ে ধরাশায়ী বিজেপি।
জানা গেছে, এই সমবায় সমিতিতে প্রায় দু’হাজার ভোটার। টানটান উত্তেজনার মধ্য দিয়ে ভোট পর্ব শেষ হয়। এই বিধানসভায় বিজেপি জয়লাভ করেছে। প্রভাব খাটানো থেকে শুরু করে ভোট লুটের চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ ছিল তৃণমূলের। সবকিছু রুখে দিয়ে এমন জয় বলে দাবি তৃণমূলের। দিকে দিকে সমবায় সমিতিতে জয়লাভের ফলে বিজেপি খয়িষ্ণু হচ্ছে বলে তৃণমূল কংগ্রেসের দাবি। যদিও এই অভিযোগ মানতে নারাজ বিজেপি। পদ্ম শিবিরের দাবি, তৃণমূল সন্ত্রাস চালিয়ে ও ভয় দেখিয়ে বিজেপি সমর্থিত অধিকাংশ প্রার্থীদের নমিনেশন প্রত্যাহার করিয়েছে।