• ঘন কুয়াশার জেরে বাতিল উড়ান, কলকাতা বিমানবন্দরে তুমুল যাত্রী বিক্ষোভ...
    আজকাল | ২৪ জানুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক:‌ ঘন কুয়াশার জেরে শুক্রবার সকাল থেকেই কলকাতা বিমানবন্দরে বিপর্যস্ত বিমান পরিষেবা। নির্ধারিত সময়ের একটু আগে বাতিল করা হয় দিল্লিগামী বিমান। আর তাতেই ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা।

    প্রসঙ্গত, ঘন কুয়াশার জেরে শুক্রবার সকালে একহাত দূরের জিনিসও দেখা যাচ্ছিল না। বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে ঘটে যায় দুর্ঘটনা। এদিকে, বিপর্যস্ত হয়েছে বিমান পরিষেবা। কলকাতা বিমানবন্দরে সকালে দৃশ্যমানতা ৫০ মিটারে পৌঁছে যায়। যার জেরে বিপর্যস্ত হয় পরিষেবা। একাধিক বিমান মাঝ আকাশে চক্কর কেটেছে। কোনও বিমান অন্যত্র অবতরণ করানো হয়েছে। কুয়াশার জেরে প্রবল ভোগান্তি হয় যাত্রীদের। কারও দিল্লি থেকে যাওয়ার কথা ছিল বাগডোগরা, তাঁকে নামানো হয়েছে কলকাতায়। এতেই যাত্রীরা হয়ে পড়েন বিরক্ত। 

    জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে পাঁচটায় দমদম থেকে ‌‌উড়ে যাওয়ার কথা ছিল দিল্লিগামী SG130 বিমানের। নির্দিষ্ট সময়ে বিমানবন্দরে পৌঁছন যাত্রীরা। অভিযোগ, বিমান ছাড়ার কয়েক মিনিট আগে জানানো হয় যে বিমানটি বাতিল করা হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে ক্ষোভ তৈরি হয় যাত্রীদের মধ্যে। যাত্রীদের অভিযোগ, বাতিলের কারণ নিয়ে কর্তৃপক্ষ স্পষ্টভাবে কিছু জানায়নি। এদিকে বিমানবন্দর সূত্রে খবর, দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে। অত্যাধুনিক প্রযুক্তিগত আলোর ক্যাটের ব্যবহার করা হচ্ছে। বেশ কিছু বিমান দেরিতে উড়ছে। তবে আবহাওয়ার উন্নতি না হলে পরিষেবা স্বাভাবিক হতে খানিকটা সময় লাগবে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।                                                      
  • Link to this news (আজকাল)