• শীতের মেয়াদ আর কত দিন?‌ হাওয়া অফিস দিল বড় আপডেট
    আজকাল | ২৪ জানুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক:‌ শীতের মেয়াদ আর কত দিন?‌ উঠে গেল প্রশ্ন। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে যা ৪.১ ডিগ্রি বেশি। বৃহস্পতিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ, এক দিনে প্রায় দু’ডিগ্রি বেড়েছে তাপমাত্রা। 

    হাওয়া অফিস অবশ্য জানিয়েছে, আগামী কয়েক দিনে পারদ কিছুটা নামতে পারে। তবে জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। হাওয়া অফিস জানিয়েছে, আপাতত কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। কিন্তু ঘন কুয়াশা থাকবে। কলকাতা, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় কুয়াশার সম্ভাবনা রয়েছে। সকালের দিকে দৃশ্যমানতা কমবে। কলকাতায় কুয়াশার কারণে শুক্রবার সকালে বিমানের ওঠানামা ব্যাহত হয়েছে। বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে ঘটে গেছে দুর্ঘটনা। 

    কুয়াশা জারি থাকবে উত্তরবঙ্গেও। ঘন কুয়াশার সম্ভাবনা দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পঙে। কুয়াশার কারণে দৃশ্যমানতা ২০০ থেকে ৫০ মিটারের মধ্যে নেমে যেতে পারে। উত্তর এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রার হেরফের হবে না। হাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমি ঝঞ্ঝার কারণে উত্তুরে হাওয়া বাধা পাচ্ছে বলেই শীত প্রায় গায়েব। তবে আশার কথা উত্তুরে হাওয়া প্রবেশ করতে পারে রবিবার থেকে। পরবর্তী দু’দিনে তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি কমতে পারে। যদিও জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। শুক্রবার দক্ষিণবঙ্গে সবচেয়ে কম তাপমাত্রা ছিল পুরুলিয়ায়। সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ১১.১ ডিগ্রি সেলসিয়াস। 

     
  • Link to this news (আজকাল)