শিয়ালদা লাইনে প্রচুর ট্রেন বাতিল, চলবে না এক্সপ্রেসও, কবে স্বাভাবিক হবে?
আজ তক | ২৪ জানুয়ারি ২০২৫
আবারও লোকাল ট্রেন বাতিল! এবার শিয়ালদা শাখায় বাতিল করা হল একগুচ্ছ লোকাল ট্রেন। গতকাল থেকে সোমবার পর্যন্ত প্রচুর শিয়ালদা-ডানকুনি লোকাল বাতিল করা হয়েছে। বাতিল করা হয়েছে বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেনও। পূর্ব রেল সূত্রে খবর, বালি ঘাট ও বালি হল্ট স্টেশনের মধ্যে কাজের জন্য শিয়ালদা-ডানকুনি রুটে একগুচ্ছ ট্রেন বাতিল থাকছে।
কোন কোন ট্রেন বাতিল?
আপ ও ডাউন লাইন মিলিয়ে শিয়ালদা-ডানকুনির মধ্যে ২০ জোড়া লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। এছাড়াও শিয়ালদা-বারুইপাড়া রুটে ২ জোড়া ট্রেন বাতিল থাকছে। ৬টি শিয়ালদা-কল্যাণী সীমান্ত লোকাল বাতিল। ২টি শিয়ালদা-মধ্যমগ্রাম, ২টি শিয়ালদা-দমদম ক্যান্টনমেন্ট, ২টি শিয়ালদা-বর্ধমান, ২টি শিয়ালদা-দত্তপুকুর, ১৬টি নৈহাটি-ব্যান্ডেল লোকাল বাতিল থাকছে।
কোন কোন এক্সপ্রেস ট্রেন বাতিল?
শুক্রবার থেকে সোমবার পর্যন্ত বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেনও বাতিল থাকছে।