• মাঘে কয়েক ডিগ্রি বাড়ল তাপমাত্রা, কিছু জেলায় নামবে বৃষ্টি; আবহাওয়ার খবর
    আজ তক | ২৪ জানুয়ারি ২০২৫
  • লাগাতার পশ্চিমি ঝঞ্ঝার দাপটে চলতি সপ্তাহে জাঁকিয়ে শীত উধাও। আজ থেকে আগামী দু'দিন পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। সেই সঙ্গে কিছু জায়গায় রয়েছে বৃষ্টির সতর্কতা। আপাতত দিন কয়েক ঘন কুয়াশার দাপট থাকবে।

    আগামী সপ্তাহের শুরুতে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।  দার্জিলিং এবং কালিম্পঙে হালকা বৃষ্টি অথবা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গে আপাতত কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। মোটের ওপর শুষ্কই থাকবে দক্ষিণবঙ্গ। কোথায়, কোন জেলায় বৃষ্টি দেখে নিন।

    মাঘের শীতে এখনও বাঘ কাঁপল না। উল্টে বেলা বাড়লে রোদে গরম লাগা শুরু হয়ে গেছে। আপাতত যা সম্ভাবনা তাতে নতুন করে শীত ফেরার সম্ভাবনা নেই বললেই চলে। রাজ্যে উত্তর থেকে দক্ষিণবঙ্গে ঘন কুয়াশার দাপট থাকবে। আজ উত্তরবঙ্গের ২ জেলার পাশাপাশি দক্ষিণবঙ্গের ৫ জেলায় ঘন কুয়াশার সর্তকতা রয়েছে। আগামিকাল উত্তরবঙ্গের ৫ জেলা ও দক্ষিণবঙ্গের ৯ জেলায় ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। রবিবারের পর উত্তরবঙ্গে পার্বত্য অঞ্চলের জেলাগুলিতে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে।

    এমনকি কলকাতা, দুই ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়াতেও ঘন কুয়াশা থাকবে। এর পাশাপাশি রাজ্যজুড়ে তাপমাত্রা অনেকটাই বেড়েছে। শেষ ৪৮ ঘণ্টায় জেলায় জেলায় প্রায় ২-৪ ডিগ্রি বেড়েছে। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ১৮ ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ ২৮ ডিগ্রি সেলসিয়াস। আগামী দু'দিন তাপমাত্রায় বড় কোনও পরিবর্তন নেই।
     
  • Link to this news (আজ তক)