• নিউ টাউনে ডিভাইডারে ধাক্কা লেগে ভয়াবহ বাইক দুর্ঘটনা, মৃত্যু তরুণীর
    এই সময় | ২৪ জানুয়ারি ২০২৫
  • শুক্রবার নিউ টাউনে পথ দুর্ঘটনায় প্রাণ গেল এক তরুণীর। ঘটনায় আহত আরও ২ জন। এ দিন সকালে দুর্ঘটনাটি ঘটেছে নিউ টাউনের সাপুরজি ব্রিজের কাছে। মৃতের নাম ম্যাকনালি দাস(২২)। তিনি নদিয়ার বাসিন্দা হলেনও বর্তমানে থাকতেন সাপুরজির আবাসনে। আহতদের নাম বাবলুপ্রসাদ নায়েক এবং রবিরঞ্জন কুমার।

    পুলিশ সূত্রে খবর, এ দিন একটি বাইকে ৩ জন সাপুরজি আবাসনের দিকে যাচ্ছিলেন। সাপুরজি ব্রিজ থেকে নামার সময়ে বাইক চালক নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা দেন। তার জেরে ৩ জনেই ছিটকে রাস্তায় পড়ে যান। বাইকের একেবারে পেছনে বসেছিলেন ওই তরুণী। তিনি মাথায় গভীর চোট পান। চালক-সহ আরও ১ জন আহত হয়েছেন। ৩ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক ম্যাকনালিকে মৃত বলে ঘোষণা করেন। বাকি ২ জন হাসপাতালে চিকিৎসাধীন।

    খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় টেকনোসিটি থানার পুলিশ। কী কারণে এই দুর্ঘটনা ঘটল? তা খতিয়ে দেখা হচ্ছে। ৩ জনের মাথায় আদৌ হেলমেট ছিল কি না, তা জানার জন্য খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজও।

    প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, কুয়াশার জন্য এই দুর্ঘটনা ঘটেছে। ইতিমধ্যেই তরুণীর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

    পথ নিরাপত্তা নিয়ে বারবার সচেতন করা হয় পুলিশের তরফে। নিয়মিত প্রচারও চালানো হয়। সাধারণ মানুষের মধ্যে সচেতনতা না বাড়লে পথ দুর্ঘটনায় রাশ টানা অনেকাংশে কঠিন, মানছেন পুলিশকর্মীদের একাংশ।

  • Link to this news (এই সময়)