১৪ মাস পরে কোলাঘাটের স্বর্ণ ব্যবসায়ী সমীর পড়িয়ার খুনের ঘটনায় মূল অভিযুক্ত গোরা শা-কে গ্রেপ্তার করল পুলিশ। শুক্রবার তমলুকের হেঁড়িয়া থেকে গ্রেপ্তার করা হয় তাকে। উল্লেখ্য, ২০২৩ সালের ২০ নভেম্বর রাত পৌনে ন'টা নাগাদ ১৬ নম্বর জাতীয় সড়ক ধরে জিঞাদা বাজার থেকে বাড়ি ফেরার পথে গুলি করে খুন করা হয় সমীরকে। তাঁর সঙ্গে থাকা সোনা এবং টাকাও ছিনতাই হয়। সমীর পড়িয়ার স্ত্রী কৃষ্ণাদেবী দাবি করেছিলেন, গয়না ও নগদ মিলিয়ে প্রায় ১৬ লক্ষ টাকা খোয়া গিয়েছে।
এই ঘটনার তদন্তে নেমে হাওড়ার শ্যামপুর থেকে ঈশা হক নামে এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তারও কয়েক মাস পরে বাগনান থেকে শেখ রাজু নামে পাঁশকুড়ার এক বাসিন্দাকে পুলিশ গ্রেপ্তার করে। সেই সময়েই উঠে এসেছিল গোরা শা-র নাম। খুন এবং ছিনতাইয়ের নেপথ্যে মূল পাণ্ডা ছিল গোরাই, মনে করছিল পুলিশ। অবশেষে তাকে গ্রেপ্তার করা হলো।
কোলাঘাট থানার ওসি রাজকুমার কুণ্ডু জানিয়েছেন, ছিনতাইয়ের সময়ে বাধা পেতেই স্বর্ণ ব্যবসায়ীর উপরে গুলি চালানোর কথা স্বীকার করেছে গোরা। অভিযুক্তের থেকে ছিনতাই যাওয়া সোনার কিছুটা উদ্ধার করা গিয়েছে।
প্রসঙ্গত, এলাকায় স্বর্ণশিল্পী হিসেবে সুনাম ছিল সমীরের। ২০২৩ সালের ২০ নভেম্বর তিনি দোকান বন্ধ করার সময় থেকেই দুষ্কৃতীরা তাঁকে ফলো করছিলেন। তাঁর কাছে যে সোনা এবং নগদ অর্থ রয়েছে সেই খবর গিয়েছিল দুষ্কৃতীদের কাছে। সমীর ছিনতাইতে বাধা দিলে তাঁকে গুলি করে খুন করা হয়।